বিয়ের আর বাকি দশ দিন, উলু-সানাইয়ে শুটিং ফ্লোরেই জমজমাট 'বেণি' সুদীপ্তার আইবুড়োভাত

আয়োজনের খামতি নেই, কম করে ১৫-২০ আইটেম! আনন্দে আত্মহারা অভিনেত্রী

আয়োজনের খামতি নেই, কম করে ১৫-২০ আইটেম! আনন্দে আত্মহারা অভিনেত্রী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sudipta banerjee, telly actress sudipta banerjee, sudipta banerjee sohag jol, সুদীপ্তার বিয়ে

বিরাট আয়োজন 'সোহাগ জলে'র সেটে

মে মাসের এক তারিখ বিয়ে, ফুল ফর্মে এখন প্ল্যানিং চলছে। শপিং সেরে ফেলেছেন এরমধ্যেই। টিম 'সোহাগ জলে'র তরফে আইবুড়োভাত পেতেই আনন্দে আত্মহারা সুদীপ্তা। পরনে গোলাপী রঙের জামদানি শাড়ি, আয়োজন দেখে স্তম্ভিত অভিনেত্রী।

Advertisment

প্রেম করছেন প্রায় বছর তিনেক হল, এবার শুধুই সম্পর্ককে পরিণতি দেওয়ার পালা। রাজনৈতিক পরিবারে বউ হয়ে যাচ্ছেন সুদীপ্তা। আড়ম্বরে খামতি থাকছে না। বেনী চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে সোহাগ জল ধারাবাহিকে। সেই সেটেই অনন্য আয়োজন। দেখে চোখ ছানাবড়া সুদীপ্তার। মাছে, মাংসে, মিষ্টিতে - কী নেই!

শুধু যে প্লেট সাজানো এমন না, বরং ডেকোরেশন ছিল দেখার মত। গাঁদা ফুলের মালায়, সাজানো চারপাশ। মাটির থালা, বাটিতে রাখা নানা আয়োজন। দই, পায়েস থেকে সর্ষে মাছ, মাংস, চাটনি... খেয়ে শেষ করতে পারছেন না সুদীপ্তা। উপস্থিত ছিলেন ধারাবাহিকের অনেকেই। বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী থেকে সেটের অন্যান্যরাও। প্রদীপ জ্বালিয়ে সুদীপ্তাকে আশীর্বাদ করলেন সকলে। মিষ্টিমুখ করালেন অভিনেত্রীকে। কেউ পাশে দাঁড়িয়েই হাতপাখা করলেন। উলু সানাইয়ে জমজমাট সুদীপ্তার আইবুড়োভাত।

Advertisment

উল্লেখ্য, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুদীপ্তা নিজেই। হাসিখুশি অভিনেত্রী। শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা এবং অন্যান্য তারকারা। নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, এখন হাতে আর মাত্র দশদিন। তারপরই, চার হাত এক হওয়ার পালা।

tollywood Entertainment News