scorecardresearch

আবারও টলিপাড়ায় বিয়ে! বাগদান সেরে ফেললেন পর্দার ‘অপু’ সুস্মিতা?

কবে বিয়ে করছেন সুস্মিতা?

Telly actress Sushmita, Telly actress Sushmita, Telly actress Sushmita engagement, Telly actress Sushmita birthday
সুস্মিতার জন্মদিনে বিরাট ব্যাপার

জন্মদিনেই বিয়ের প্রস্তাব। বাগদান সেরে ফেললেন টেলিভিশনের অপু সুস্মিতা দে! প্রেমিক অনির্বাণের সঙ্গে এবার পাকাপাকি আংটি বদল করেই ফেললেন তিনি? সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তই শেয়ার করলেন অভিনেত্রী।

সবসময়ই প্রাণখোলা সুস্মিতা। প্রেমিক অনির্বাণকে লুকিয়ে রাখা তো দূর বরং নিজের সম্পর্ক নিয়ে সবসময়ই বেশ সাবলীল সুস্মিতা। শুক্রবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে এমনই এক দৃশ্য চোখে পড়ল। দুজনের পোশাক দেখে হতবাক অনুরাগীরা। প্রেম করলেও যে এবছরই বিয়ে করছেন এমন ভাবনা মাথায় আসেনি কারওরই। দুজনেই সাবেকি সাজে, হাঁটু গেড়ে বসে সুস্মিতাকে বিশেষ উপহার দিলেন অনির্বাণ। তাঁর সঙ্গে কেক তো রয়েছেই।

আংটি বদল কী হয়ে গেছে? যদিও এই প্রসঙ্গে কিছু জানা যায় নি। তবে, দুজনের মিষ্টি মুহূর্ত দেখে আপ্লুত সকলেই। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। কিন্তু এমন সাবেকি পোশাক কেন? জানা যাচ্ছে, কাছের এক আত্মীয়ের বিয়ে উপলক্ষেই দুজনে এভাবে সেজেছেন। পরিবার থেকে বন্ধুবান্ধব, হাজির ছিলেন অনেকেই। সুস্মিতা অনির্বাণের ভালবাসায় মুগ্ধ তাঁর বন্ধুরাও। কাছের মানুষকে কী উপহার দিলেন অনির্বাণ?

আইফোনের লেটেস্ট মডেল তিনি উপহার দিলেন সুস্মিতাকে। আর এই উপহার পেয়েই আনন্দে আত্মহারা অভিনেত্রী। সেই ভিডিও শেয়ার করেই লিখলেন, “খুব খুশি আমি। ধন্যবাদ তোমায় মিস্টার রায়”। শুধু তাই নয়, তাঁর জন্মদিন উপলক্ষ্যে এক নানান আয়োজন করেছিলেন। সেই সব মুহুর্তও ফ্রেমবন্দি করেছিলেন পর্দার অপু। বললেন, আমার জন্মদিন এত সুন্দর করে উদযাপন করার জন্য ধন্যবাদ।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Telly actress sushmita birthday celebration engagement happened