/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/sudipta1.jpg)
সুদীপ্তার বিয়ে...
প্রেম করছেন বহুদিন, কিন্তু বিয়ে কবে করবেন সেই নিয়ে জল্পনা ছিল অনেকদিন। যতবার, রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসেছেন একটাই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তবে এবার আসলেই গাঁটছড়া বাধতে চলেছেন 'সোহাগ জলে'র 'বেনী' অর্থাৎ সুদীপ্তা।
প্রায় ৩ বছরের প্রেম, এবার চার হাত এক হওয়ার পালা। শ্বশুরবাড়ির সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির পুত্র সৌম্যর সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন তিনি। মে মাসেই বিয়ে করতে চলেছেন তিনি। দীর্ঘদিন কাজ করছেন টলিপাড়ায়। কখনও খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন, আবার কখনও পার্শ্ব চরিত্রে। কবে বসছে বিয়ের আসর?
আরও পড়ুন < নাকে-মুখে ব্যান্ডেজ, হাসপাতালে শুয়ে অনিন্দ্য! ছবি দেখে ভক্তদের আর্তনাদ – ‘কী হল?’ >
এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আর বেশিদিন বাকি নেই। প্রায় সারারাত ধরে বিয়ের আলোচনা চলছে। সায়েন্স সিটি এবং নিকোপার্ক - বিয়ে বৌভাত মিলিয়ে এক জমজমাট ব্যাপার। ছেলের বাড়িতে ব্যাস্ততা আরও বেশি। যেহেতু রাজনৈতিক পরিবার, তাই আড়ম্বরে খামতি থাকছে না। নিমন্ত্রিতর সংখ্যাও প্রচুর। মে মাসের ১ তারিখ, জাতীয় ছুটির দিন বিয়ে করছেন সুদীপ্তা ও সৌম্য।
উল্লেখ্য, ২০২১ সাল থেকেই বিয়ে করার প্ল্যানিং চলছে। 'দিদি নম্বর ওয়ানের' মঞ্চে দাঁড়িয়ে জানিয়েছিলেন, এখন শুধুই সেটেল হওয়ার পালা। কিন্তু তারপরেও বছর দুয়েক পার। করোনার সময় থেকেই পিছিয়ে চলেছে বিয়ের তারিখ। টলিপাড়ায় যখন বিয়ে তখন বিশেষ আয়োজন যেমন থাকবে তেমনই খাবার দাবারেও রয়েছে নানান কিছু। বিরিয়ানি, কোর্মা কি নেই! সানাই বাজল বলে।