ইন্ডাস্ট্রির বুকে টিকে থাকতে গেলে কী করতে হয়? অনেকেই বলে থাকেন, প্রটোকল মেনে লিড অভিনেত্রীকে ডাকসাইটে সুন্দরী হতে হয়। নইলে, তথাকথিত অভিনেত্রী হওয়া গেলেও নায়িকা কিংবা হিরোইন হওয়া সম্ভব না। আর, সেই বক্তব্যেই কায়েম থাকলেন ওগো নিরুপমার নায়িকা অর্কজা ( Arkaja Acharyya )।
Advertisment
প্রথম যখন স্টার জলসার ওগো নিরুপমা ( Ogo nirupama ) দিয়ে তাঁর শুরু হয়েছিল তখন অনেকেই তাঁকে নানা বিশেষণে বিধেছিলেন। কিন্তু, তাতে কী যায় আসে। দর্শক তো দূরে থাক, অডিশন দেওয়ার সময় থেকেই তাঁকে নানা কটাক্ষ শুনতে হয়েছিল। নায়িকাকে দেখতে কেমন হয়, তাঁর মধ্যে কী কী থাকে গুন? এসব শুনে শুনে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি।
সম্প্রতি, নিজের মনের কথা শেয়ার করতে গিয়েই অভিনেত্রী জানান, ফার্স্ট ব্রেক লিড নায়িকা হিসেবে হলেও নানা সমস্যার শিকার হতে হয়। যেমন? অভিনেত্রী বলেন..ওগো নিরুপমা শেষ হওয়ার পর, আমি আরও বেশি করে বুঝলাম যে এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া খুব কঠিন। আমি সত্যি বলতে কি কোনোদিন নায়িকা হতে চাই নি। অভিনয় করতে চেয়েছিলাম। অভিনেত্রী হতে চাই। কারণ, আমি জানি আমার মধ্যে যেরকম নায়িকারা হওয়া উচিত সেটা নেই। মানে, ভীষণ ডাকসাইটে সুন্দরী হতে হবে, ডানাকাটা পরী হতে হবে সেটা আমি নই। এগুলো আমি, শুনেছি যখন অডিশন দিতাম। তাই, এগুলো আর গায়ে লাগে না।
এখানেই শেষ না। অভিনেত্রী আরও বলেন, ইন্ডাস্ট্রিতে ( Tollywood ) টিকতে গেলে অনেক কিছু করতে হয়। যাদের অতিরিক্ত সৌন্দর্য থাকবে না। তাদের সবার আগে যেটা করতে হয় সেটা হল ধৈর্য রাখতে হয় এবং রীতিমতো প্রতিদিন নিজেকে তৈরি করতে হয়। থামলে চলে না। উল্লেখ্য, কিছুদিন আগেও লাভ আজকাল পরশু সিরিয়ালের নায়িকাকে নিয়ে নানা বিতর্ক হয়। তাকে নাকি দেখতে অর্কজার মতোই। সেই নিয়েও আলোচনা কম হয়নি।