Advertisment

Tollywood: উচ্চ মাধ্যমিকে ফেল তোমাদের রানীর 'দূর্জয়' অর্কপ্রভ! অগত্যা সব ছেড়ে অভিনয়েই পা বাড়ালেন?

Arkaprabha as durjoy: অভিনয় ছাড়াও আর কী কী করেন তিনি? জানালেন আসল কথা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tomader rani, durjoy rani, tomader rani tollywood, tostar jalsa, tomader rani today episode, tomader rani episode, Arkaprabha as durjoy

Durjoy tomader rani: পেশা বদলানোর ঝোঁক অর্কপ্রভর?

Tomader Rani: হঠাৎ করে অভিনেতা হয়ে যাওয়া সম্ভব? মাঝেমধ্যেই পেশা পাল্টে ফেলা! এমনি এক কথার ইঙ্গিত দিলেন তোমাদের রানীর দূর্জয় অর্থাৎ অর্কপ্রভ ( Arkaprabha as Durjoy )। বর্তমানে, সে বিরাট জনপ্রিয়। শুধু তাই নয়, অভিনেতা নিজের মতো করে সিরিয়াল উপভোগ করছেন।

Advertisment

সদ্য ধারাবাহিকে বাবা হয়েছে সে। এখন বেশ গুরুদায়িত্ব। কিন্তু, অভিনেতার নাকি এই পেশায় আসার একেবারেই ইচ্ছে ছিল না। তাহলে কি দুর্ঘটনা চক্রে অভিনেতা হয়ে গেলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ইচ্ছে ছিল আইনজীবী বা ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়ার। অভিনেতা বললেন, "আমার অভিনেতা হওয়ার ইচ্ছা ছিলই না। উকিল হতে চেয়েছিলাম। তারপর উচ্চ মাধ্যমিকে ফেল করলাম। এরপর থেকে, ভয় হয়ে গেল। যদি আবার ফেল করি আইন নিয়ে পড়তে গিয়ে। তাই আর দুঃসাহস দেখানোর চেষ্টা করি নি।"

আরও পড়ুন - Aparajita Auddy: ‘একটা সম্পর্কে ফেল করলে আরেকটায় জড়ানো যায় না?’ জীবনের সমীকরণের ব্যাখ্যা দিলেন অপরাজিতা…

অভিনেতা কি তবে পড়াশোনা এখানেই ইতিগজ করলেন? একেবারেই না। পরবর্তীতে তিনি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও সাংবাদিক হতে চান নি। তাঁর কথায়, চাইলে সাংবাদিক হতে পারতাম। কিন্তু হইনি। গান গাইতাম আমি। স্ট্রিট ফটোগ্রাফি করি। এক কাজ বেশিদিন করতে ভাল লাগে না। বহুদিন মুম্বাইতে কাজ করেছি এসিস্ট্যান্ট পরিচালক হিসেবে। তারপর যখন কলকাতায় এলাম তখন অভিনেতা হয়ে গেলাম।

মাঝেমধ্যেই পেশা বদল করেন তিনি। শুধু তাই নয়, ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু মডেল হিসেবেও সে কাজ করেছে।

tollywood Bengali Serial Entertainment News
Advertisment