একের পর এক গাড়ি দুর্ঘটনা, এবার ভয়ঙ্কর বিপদে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ছোটি বহু এবং বিগ বস জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলায়কের গাড়ি দুর্ঘটনার কবলে। কেমন আছেন অভিনেত্রী?
Advertisment
এই নিয়ে টেলিভিশনের দুনিয়ায় অনেকেই গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। আজ সকালেই দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে গিয়েছে রুবিনার গাড়ি। সূত্রের খরব, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরেই গুরুতর আহত হয়েছেন রুবিনা। খবর প্রকাশ্যে এনেছেন তাঁর স্বামী অভিনব শুক্লা। দুর্ঘটনার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
অভিনব জানিয়েছেন, কোমরে ও মাথায় আঘাত লেগেছে রুবিনার। এখন ভাল আছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কিছু মানুষের ওপর। কিছুটা সুস্থতার পর রুবিনা নিজেও কলম ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। বললেন, মাথায় এবং কোমরের নীচে আঘাত লেগেছে। পরীক্ষা করার পর দেখলাম সব ঠিক আছে। ক্ষতি তো হয়েছেই। ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই মালায়ালাম ইন্ডাস্ট্রির এক টেলিভিশন তারকাও প্রাণ হারিয়েছেন গাড়ি দুর্ঘটনায়। রুবিনা নিজেও একই সমস্যার সম্মুখীন। তবে, তিনি সকলকে রাস্তাঘাটে সচেতন হওয়ার কথা বলেছেন।