দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে শ্বশুরবাড়ির নিয়ম রীতির কথা প্রকাশ্যে জানালেন সৈরিতি বন্দোপাধ্যায়। আর তারপর থেকেই উত্তেজনা। কেন? কী এমন করতে হয় তাঁকে যে রচনা নিজেও চমকে উঠলেন?
Advertisment
অভিনেত্রী তাঁর বরের সঙ্গেই এসেছিলেন অনুষ্ঠানে। বাঙালি পরিবারের মেয়ে, বিয়ে হয়েছে নন বেঙ্গলি পরিবারে। দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার। কিন্তু, এবার তাঁর ওপর ক্ষোভ বেশিরভাগের। কেন? ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিক থেকেই ইশা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবার অভিনেত্রী বললেন...
"আজও আমায় শ্বশুরবাড়িতে ঘোমটা দিয়ে থাকতে হয়। যারা আমার বরের থেকে বয়সে বড় রয়েছেন তাঁদের সামনে, কিংবা আমার শ্বশুরমশাই এলেই আমি ঘোমটা দিয়ে থাকি।" এই কথা শুনেই রচনা চমকে উঠলেন। সোজা জিজ্ঞেস করলেন? আজও! তুই করিস এসব? সারাক্ষণ শাড়ি পরে থাকতে হয়?" যদিও অভিনেত্রী সৈরীতি এবার জানান, না শাড়ি না! সালোয়ার বা যাই পড়ুক, মাথায় ওড়না রাখতে হবে। এই কালচারটা অনেকের মধ্যেই রয়েছে।
Advertisment
অভিনেত্রী নিজের বক্তব্যের মধ্যেই জানান, এই ধরনের কিছু নিয়ম বাড়িতে থাকা ভাল। তাহলে বাচ্চাদের নাকি অনেককিছু শিখতে সুবিধা হয়। নানা নিয়মেই সংসার। সকলের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব না। তারপরও, অভিনেত্রী বলেন...
আমরা বাড়ি থেকে বেরোনোর সময় বড়দের প্রণাম করে বের হই। এবং এখন আমার মেয়ে, সেটা দেখে দেখে দৌড়ে গিয়ে আগে প্রণাম করে। এটা ও শিখে গিয়েছে। এগুলো জানা ভাল। কিন্তু, নায়িকার কথায় রেগে গিয়েছেন অনেকেই। বেশিরভাগ বললেন.. এই শতাব্দীতে দাঁড়িয়ে এসব কেন? আবার কেউ বললেন, বাড়িতে ঘোমটা আর এখানে এসব পড়েছ কেন? আবার কেউ কেউ তাঁর শিক্ষার দিকে আঙুল তুললেন। বললেন, একা মেয়েকেই শেখাতে হবে? ছেলে কেন না?