Advertisment
Presenting Partner
Desktop GIF

'আমার সাজানো বাগান শুকিয়ে গেল...', বউয়ের সঙ্গে সম্পর্ক কেমন টেলিভিশনের 'পরাগ' দ্রোনের?

কী বললেন পরাগ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tv : kar kache koi actor dron how he is in personal life

দ্রোন

সিনেমা কিংবা সিরিয়ালে একজন মানুষ যেমনই হোক না কেন, বাস্তবে কি আসলেই এমন হয় কোনও মানুষ? নিশ্চই না! অন্তত, পর্দায় যে চরিত্র কেউ ফুটিয়ে তোলে ব্যাক্তিগত জীবনে এমনটা হওয়া খুব মুশকিল। কার কাছে কইয়ের পরাগ বউয়ের সামনে ঠিক কেমন আচরণ করেন?

Advertisment

তিনি সিরিয়ালে তো বউয়ের সঙ্গে নানা কান্ড কীর্তি করেন, কিন্তু বাস্তবে বউকে আসলেই ভয় পান? তাঁকে একটু সমীহ করে চলেন? ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানেই স্বীকার করলেন সেকথা। এমনিতে পরাগ যতই বউকে অত্যাচার করুক না কেন, সে ব্যাক্তিগত জীবনে একদম অন্যরকম।

বউয়ের সামনেই বললেন, সাড়ে পাঁচ বছরের সংসার। আমাদের মধ্যে ধারাবাহিকের মত কিছুই নেই। পুরোটাই তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। এরপরই অপরাজিতা জিজ্ঞেস করেন, ওর সঙ্গে পরাগের মিল রয়েছে? শুনেই দ্রোন বলে বসেন, এই রে! আমার সাজানো বাগান শুকিয়ে গেল।

আর অন্যদিকে তাঁর বউয়ের উত্তর? তিনি সপাটে বলেন, না! একেবারেই নেই। কারণ, পরাগের মত হলে এতদিনে অনেককিছুই হয়ে যেত। ও খুব ভাল। বাড়ির কাজে আমায় সাহায্য করে। পরিবারকে সময় দেয়। বাকিটা একদম সাধারণ মানুষের মতোই।

প্রসঙ্গত, ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি। বিশেষ করে পরাগের চরিত্র। তাঁকে নানা কটাক্ষ, এমনকি বাস্তবের জীবনেও তিনি নানা মন্তব্য শুনে থাকেন। কেউ কেউ তো প্রকাশ্যে হুমকিও দেন। কিন্তু, তিনি যে নিজের অভিনয় নিদারুন ফুটিয়ে তুলেছেন একথা পরিস্কার।

Bengali Serial tollywood Entertainment News
Advertisment