অভিনেতা অভিনেত্রীদের অদ্ভুত ভয়ের কথা অনেকেই জানেন। কিন্তু, এ আবার কেমন ধরনের ভয়? নিজেই একবার যে চরিত্রে অভিনয় করেছিলেন তাঁকেই ভয় পান শিঞ্জিনি চক্রবর্তী?
Advertisment
অভিনেত্রী, টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ। উমা সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর, তাঁকে দেখা গিয়েছে অন্য সিরিয়ালে। সেখানে এক বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সিরিয়ালের জগতে, সাপ কিংবা নাগিন বেশ জনপ্রিয়। তাই স্টার জলসায় পঞ্চমী শুরু হওয়ার পর অনেকেই আন্দাজ করেছিলেন এই সিরিয়াল বেশ মনে ধরতে চলেছে সকলের। যদিও, সেই আশায় জল।
শিঞ্জিনী নিজেও এই ধারাবাহিকে, নাগিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। কটা চোখ, অত্যধিক মেকাপে বেশ সাপ সাপ ব্যাপার ছিল তাঁর মধ্যে। স্টার জলসার পঞ্চমী সিরিয়ালে তিনি কালনাগিনীর ভূমিকায় ছিলেন। যে নিজে কাল নাগিনী, সে কিনা সেই সংক্রান্ত একটা বিষয়েই ভয় পায়? কী সেই ভয়! নিজেই খোলসা করলেন সেকথা। দিদি নম্বর ওয়ানের মঞ্চে নিজের অজানা ভয়ের কথা জানালেন তিনি।
শিঞ্জিনি বলেন, আমার জীবনের সবথেকে বড় ভয় হল.. আমি যেখানেই যাই আমার মনে হয় সেখানে সাপ আছে। আমি এটা কাউকে বলে বোঝাতে পারব না। আমি সাপে খুব ভয় পাই। নতুন কোনও জায়গায় গেলেই আমার মনে হয়, এখানে সাপ নেই তো? আমি কিন্তু, নিজে এমন একটা সিরিয়াল করেছি যেখানে আমি সাপ। আমি সেখানে কালনাগিনী ছিলাম, কিন্তু এই যে অদ্ভুত বিষয়টা আমি আজও বের করতে পারি না।
যদিও, একথা শুনে হেসে খুন রচনা। সাপ যদিও কোথাও বলে কয়ে আসে না। তাও, রচনা এমনই বললেন.. "তুমি নিজে যেহেতু সাপের ভূমিকায় অভিনয় করেছিল সেকারণেই এত ভয়।" অন্যান্য সঙ্গীরাও যদিও বেশ মজা নিলেন এই বিষয়টার। কেউ কেউ তো বিশ্বাস করতেও পারলেন না যে এমনও হয়। শিঞ্জিনি নিজেও হেসে গড়ালেন এমন অদ্ভুত কথা বলতে গিয়ে।