কোনোভাবেই গৌরীকে দমাতে পারছে না শৈলমা। তার সমস্ত প্ল্যান ব্যর্থ হয়ে যাচ্ছে। আশ্চর্য এই কাণ্ডে হতবাক সকলেই। গৌরী নিজেও যেন নিজে চোখকে বিশ্বাস করতে পারছে না। এই অসম্ভব কী করে সম্ভব হল?
Advertisment
নানা প্যাঁচে ফেলে গৌরীকে অপদস্ত করার প্ল্যান করছেন শৈলমা। এদিকে বরাবরের মত অলৌকিক কাণ্ড ঘটে চলেছে গৌরীর জীবনে। খোদ মা কালী তাকে বারবার বাচাচ্ছে। যে ভোগ রান্না হওয়ার কথাই ছিল না - সেই ভোগ এক্কেবারে তৈরি। গৌরীর বুঝতে আর বাকি রইল না এটা কী করে সম্ভব হল। আবারও মায়ের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করল সে।
কিন্তু এইসব অলৌকিক কর্মকাণ্ডে একেবারেই খুশি নন শৈলমা। তার একের পর এক সাজানো প্ল্যান সব ভেস্তে যাচ্ছে। একবিন্দুও গৌরীকে সে জব্দ করতে পারছে না। চোখের সামনে বারবার গৌরীকে জয়ী হতে দেখে রেগে আগুন শৈলমা। কিন্তু করারও কিছুই নেই।
অবাস্তব হলেও বাংলার ঘরে ঘরে যে গৌরীকে যথেষ্ট মানুষ পছন্দ করছেন তার প্রমাণ TRP-তেই মেলে। আজও ঈশ্বরের অলৌকিক ক্রিয়া মনে ধরছে মানুষের। বড়মার আশীর্বাদে বিপদমুক্ত হচ্ছে গৌরী।