Advertisment

Saregamapa: সারেগামাপা থেকে ফোন করে লক্ষ লক্ষ টাকার সুপারিশ? শোয়ের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ আনলেন প্রতিযোগী...

Saregamapa controversy: পাঁচটি পর্বের বিনিময়ে বিরাট টাকা দাবি কর্তৃপক্ষের! সঠিক ভুলের প্রতিক্রিয়া জানাল চ্যানেল...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zee Bangla Saregamapa calls a contestant and demand lacs rupees

saregamapa- কী অভিযোগ এল তাঁর তরফে?

জি বাংলার বিরাট জনপ্রিয় শো সারেগামাপা নিয়ে ভয়ঙ্কর শোরগোল। এক প্রতিযোগী যে ধরনের নিম্নমানের অভিযোগ এনেছেন যাতে তুলকালাম কান্ড। সারেগামাপা থেকে নাকি টাকা চাওয়া হয়েছে সেই প্রতিযোগীর কাছে।

Advertisment

এমনই সোশ্যাল মিডিয়ায় লিখে পোস্ট করেছেন তিনি। এও উল্লেখ করেছেন পরবর্তী পাঁচটি এপিসোডের জন্য তাঁর কাছে ফোন করে ২ লক্ষ টাকা চাওয়া হয়েছে। এরপরই, নিজের অভিযোগ নিয়ে ফেসবুকের পাতায় লিখতে বসলেন সেই প্রতিযোগী। কী লিখলেন তিনি?

"আজ হয়তো এই পোস্ট টা না করলে আসল সত্যিটা কারোর সামনে আসতই না , scam হয়েছিলো সেটা কিছু saregamapa খ্যাত কিছু শিল্পীদের কাছ থেকে জানতে পারলাম , তার জন্যে ধন্যবাদ জানাই তাদের কে । আমি কিছু বলতে চাই সবাই কে , " সা রে গা মা পা " এই টিভি শো টা নিয়ে অনেকের অনেক রকম ভরসা আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শো তে অডিশন দিতে আসে মনে একটা আশা নিয়ে। কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ চকচকে পর্দার পেছনের জঘন্য সত্যটা। হ্যাঁ ঠিকই দেখছো তোমরা। দ্বিতীয় রাউন্ড এর অডিশন দেওয়ার পর আজ সন্ধায় আমার ফোন এ ফোন আসে। এবং আমার কাছ থেকে ২ লাখ টাকার ডিমান্ড করা হয় , সারেগামাপা এর পরবর্তী ৫ টা এপিসোড এর বিনিময়ে। আমি অবাক হয়েছিলাম, খারাপ ও লেগেছিলো। কারণ এতদিন ধরে যেটা চোখের সামনে টিভি তে দেখে এসেছি, তা সবটাই সাজানো। আর টাকার বিনিময়ে তো আমি তাদের কে না করে দি , কারণ আমার কাছে টাকাটা দেওয়া সম্ভব ছিল না । এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম , বিশ্বাস উঠে গেলো এইসব জিনিসের ওপর থেকে।"

জনৈক সেই ব্যক্তির এই পোস্টে কেউ কেউ তাঁকে সাপোর্ট করেছেন আবার কেউ কেউ তাঁকে তুলোধোনা করেছেন। কেউ কেউ লিখলেন, এ তো বছরের পর বছর হয়ে আসছে ওখানে। আবার কারওর কথায়, "কলকাতায় আমারও পরিচিত দুজন ভাই কিছুদিন আগেই অডিশন দিয়ে এলো, আমি তো শুনলাম ওখানে যারা অডিসন নিয়েছে, তাদের পার্সোনাল মিউজিক স্কুলের ছাত্রছাত্রীদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে যাতে তাদের স্কুলের নাম হয়, এছাড়া তাদের স্কুলের বাইরের অন্যান্য জায়গার সাধারণ ছাত্রছাত্রীরা যারা খুব খুব ভালো গান করে তাদেরই চান্স হচ্ছে, আর সেটাই হবে স্বাভাবিক, আর টাকার গল্পঃ যেটা আছে, সেটা নাকি হালকা হালকা আভাস পেয়েছে তারা।" আবার কেউ কেউ যারা সারেগামাপার সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন, যাদের ভবিষ্যত পাল্টে দিয়েছে সারেগামাপা তারা এইসব অভিযোগ শুনতে নারাজ। তাদের বেশিরভাগের কথায়, সুযোগ পাননি তিনি। তাই, এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে খারাপ কথা বলছেন। আবার কেউ বললেন, "এই রিয়ালিটি শো অনেকের জীবন পাল্টে দিয়েছে। এই প্ল্যাটফর্ম কেবল ট্যালেন্টদের কদর করে। তাই এসব অভিযোগ একদম মিথ্যে।"

এইসব ঘটনার পরই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে জি বাংলার সঙ্গে যোগাযোগ করলে তাদের তরফে, একটি পোস্ট দেওয়া হল। নিচে দেওয়া হল সেই পোস্ট।

publive-image

উল্লেখ্য, সারেগামাপার অডিশন চলছে। নানা শহরে, নানা জায়গায় প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। কিছুদিন আগেই এই শোয়ের প্রমো প্রকাশ্যে এসেছে। আবির চট্টোপাধ্যায়কে আবার সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে চলেছে।

tollywood saregamapa Entertainment News
Advertisment