scorecardresearch

অন্তিম পর্বের শুটিং সম্পন্ন, শেষ হচ্ছে বোধিসত্ত্বর যাত্রা

আবারও শেষ এক ধারাবাহিক, TRP-র অভাবই কাল?

zee bangla serial bodhisottwor bodhbuddhi ending soon
শেষ হচ্ছে এই ধারাবাহিক

শুটিং শেষ আরেক ধারাবাহিকের। আবারও সিরিয়াল শেষ হওয়ার হিড়িক লেগেছে চ্যানেল জুড়ে। উড়ন তুবড়ির পর এবার শেষ হতে চলেছে বোধিসত্ত্বর বোধবুদ্ধি। জি এর এই ধারাবাহিকেরও বিদায় ঘণ্টা বেজে গেল।

শনিবারই শুটিং শেষ হয়েছে এই ধারাবাহিকের। বোধির পথচলা শুরু হয়েছিল মাস পাঁচেক আগেই। তবে এবার শেষ। বেশিদিন নিজেদের যাত্রা কায়েম রাখতে পারল না এই ধারাবাহিক। ছোটদের নিয়ে তৈরি এই সিরিয়াল শেষ হচ্ছে কিছুদিনের মধ্যেই। প্রথম থেকেই TRP তালিকায় সেইভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। তবে বোধির বুদ্ধিমত্তা জয় করেছিল দর্শকদের মন। যেহেতু শুটিংয়ের শেষ দিন, তাই উপস্থিত ছিলেন অনেকেই।

আরও পড়ুন [ ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় রচনা, প্রকাশ্যেই তাঁকে হুমকি দিলেন অভিনেত্রী! ]

বাচ্চাদের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল এই ধারাবাহিকের সূত্রে। মাঝেমধ্যেই শুভঙ্কর চট্টোপাধ্যায় নিজেও তাঁদের দলে যোগ দিতেন। বোধি কিন্তু আদতে একেবারেই চুপচাপ। এই ধারাবাহিকে অনন্যা ভূমিকায় দেখা গিয়েছিল সুমন্ত মুখোপাধ্যায়, থেকে সোনালী চৌধুরী, বিশ্বনাথ এবং সমতা ছাড়াও অন্যান্যকে। যদিও এত তাড়াতাড়ি ধারাবাহিক শেষ হওয়ায় খুশি নন কেউই। আশা করেছিলেন আরও কিছুদিন চলবে এই ধারাবাহিক।

এদিকে, কিছুদিনের মধ্যেই আসতে চলেছে নতুন সিরিয়াল তোমার খোলা হাওয়া এবং রাঙা বউ। সোহাগ জল বেজায় পছন্দ করছেন দর্শকরা। নিম ফুলের মধুও জমে উঠেছে। একঝাঁক নতুন সিরিয়ালের মাঝে পুরনো এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত চ্যানেলের। এখন TRP লড়াইয়ে কে জেতে সেই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Zee bangla serial bodhisottwor bodhbuddhi ending soon