চরম বিপদে উমা! অভি নাকি পরিবার, কর্তব্য-ভালবাসার মধ্যে কাকে বেছে নেবে সে?

কাকে বাঁচাবে উমা?

কাকে বাঁচাবে উমা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

বিপদের মুখে উমা! কথা রাখতে গিয়েই সবকিছু হারিয়ে ফেলবে না তো সে? একদিন তার পরিবার এবং স্বামী, অন্যদিকে তার খেলার স্বপ্ন - কোনদিকে এগোবে সে, বাঁচাতে পারবে তো তার পরিবারকে!

Advertisment

উমার সামনে এখন ভয়ঙ্কর বিপদ। পরিবার এবং অভি দুজনের মধ্যে কাকে বেছে নেবে সে! মেয়েদের প্রিমিয়ার লীগ খেলে পরিবারকে বাঁচাতে গেলেই সে অভিকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। নিজের সবকিছু হারিয়ে ফেলবে সে। আবার না খেললেও পরিবারের ঝুঁকি থাকছে। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না।

আরও পড়ুন < উত্তরবঙ্গের জঙ্গলে শুটিং চলাকালীন কেলেঙ্কারি কাণ্ড! বন্ধ হল মধুমিতার ছবির কাজ >

Advertisment

আলিয়ার পাতা ফাঁদে পা দেবে কী উমা? নাকি নিজের মত করে সমস্যার সমাধান বের করবে সে! নাকি সবটাই চক্রান্ত! শুধুই উমাকে নিজের স্বপ্ন থেকে দূরে সরানোর প্ল্যান? সব প্রশ্নই এখন আবছা! ক্রিকেট এবং নিজের সংসারের মধ্যে কোনটি বেছে নেবে সে?

এদিকে আচার্য্য বাড়িতে গেঁড়ে বসেছে আলিয়া। সে সাফ জানিয়ে দিয়েছে এই বাড়িতে আইনের সূত্র ধরে থাকতে চায় সে। সকলকে একরকম ব্ল্যাকমেইল করে আলিয়া। এখন বুদ্ধির জোরে কোন কামাল করে দেখায় উমা সেটা সময়ের অপেক্ষা।

uma Bengali Serial Bengali Television Zee Bangla