Advertisment
Presenting Partner
Desktop GIF

সুখবর টেলিভিশনের তারকাদম্পতি রাজা-মধুবনীর সংসারে! আসছে খুদে 'অতিথি'

কী বলছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী?

author-image
IE Bangla Web Desk
New Update
madhubani

'ভালবাসা ডট কম'-এর সেই জনপ্রিয় জুটি 'ওম-তোরা'কে মনে নেই, এমন টেলিদর্শক সম্ভবত খুঁজে পাওয়া দায়! মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। বাস্তব জীবনেও চুটিয়ে সংসার করছেন এই জুটি। টেলিভিশনের পর্দাতেও বেশ জনপ্রিয় দু'জনেই। আর টেলিভিশনের সেই তারকা দম্পতির সংসারেই এবার সুখবর। দু'জন থেকে তিনজন হতে চলেছেন তাঁরা।

Advertisment

অভিনেত্রী মধুবনী সোজাসুজি কিছু না বললেও পরোক্ষভাবে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন। পাবর্তীর কোলে ছোট্ট গণেশের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "দেখা হবে শুভক্ষণে।" এর আগের একটি পোস্টে ছোট্ট গোপালের ছবি শেয়ার করে মধুবনী লিখেছেন, "রাধারানিকে আমার কাছে পাঠাও, আর নয় তুমি এসো...যা খুশি। আই লাভ ইউ।" আর এই তিনটি ইনস্টাগ্রাম পোস্টের পাশেই দেওয়া 'বেবি ইমোজি।' অতঃপর অনুরাগীদের আর বুঝতে বাকি থাকেনি যে ওম-তোরার সংসারে খুদে অতিথির আগমন ঘটতে চলেছে।

করবা চৌথের পোস্টেও মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। বললেন, "এবার বিশেষ একটা কারণে তোমার জন্য করবা চৌথ করতে পারছি না, তবে পরের বার থেকে করব।"

View this post on Instagram

Dekha Hobe Shubhokhhone ???????????? #gratitude #jaimaa

A post shared by Madhubani Goswami (@madhubani.goswami) on

tollywood Madhubani Goswami
Advertisment