Aman Verma Divorce: একের পর এক সংসার ভাঙার গল্প! দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়েছেন অনেক তারকাই। গতবছর শেষের দিকে সঙ্গীত পরিচালক ও মায়েস্ট্রো এ আর রহমানের দাম্পত্য ভাঙ্গার কথা শোনা যাচ্ছিল। আর এবার শোনা যাচ্ছে আরেক তারকা আমান ভার্মার কথা। এই অভিনেতা দীর্ঘ অনেকবছর অভিনয় জীবন এবং সঞ্চালনার সঙ্গে যুক্ত।
বাঘবন অভিনেতা আমান ভার্মা এবং বন্দনা লালবানি দুজনে প্রায় ৯ বছর ধরে বিবাহিত ছিলেন। কিন্তু, জানা যাচ্ছে যে অভিনেতা নাকি বর্তমানে বিয়ে ভাঙার পথে এগিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, অভিনেতা নিজেও এই নিয়ে মুখ খোলেননি। কিন্তু তাঁর ঘনিষ্ঠ সূত্র ঠিক এমনই দাবি করছে যে এই ঘটনা নাকি একদম সত্যি। অনেকদিন ধরেই তাঁদের বৈবাহিক সম্পর্ক একদম ঠিক নেই।
জানা যাচ্ছে, সংবাদ মাধ্যমের তরফে তাঁকে জিজ্ঞেস করা হলে, আপাতত এই নিয়ে কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি। কিন্তু, জানা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রের মারফত খবর, অনেক দিন ধরেই নিজেদের দাম্পত্যে জানা গন্ডগোল অনুভব করেছেন আমান এবং বন্দনা। নানাভাবে সেগুলোকে মোকাবিলা করার চেষ্টা করছিলেন। তবে, সম্ভব হয়নি। একের পর এক অশান্তি আরও ঘিরে ধরছিল। তাই জন্যই আইনিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দিন দিন বেড়েই চলছিল পারিবারিক বাক বিতন্ডা। কিন্তু, সেগুলোকে আর সামলানো সম্ভব হয়নি। বরং, নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং বিদ্বেষ যাতে আর না বাড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। উল্লেখ্য, ২০১৬ সালে তাঁরা দুজনে বিয়ে করেন। হম নে লি শপথ - এই সিরিয়ালের শুটিংয়ে তাঁদের দেখা হয় এবং তারপর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আমান ভার্মা নানা চরিত্রের জন্য বিখ্যাত। তাঁকে দেখা গিয়েছিল রুহানীয়ত, খুলজা সিম সিম নামক ধারাবাহিকে।