Advertisment
Presenting Partner
Desktop GIF

নাকে ব্যান্ডেজ, অস্ত্রোপচার...গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

এখন কেমন আছেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kanchana moitra, kanchana moitra suregry, actress, tollywood

কাঞ্চনা মৈত্র

হাসপাতালের বিছানায় শুয়েই ছবি পোস্ট! অভিনেত্রীর কাঞ্চনা মৈত্রর পোস্ট ঘিরে তুমুল হইচই। আতঙ্কে ভক্তরা। একজন ডাকসাইটে অভিনেত্রী যাকে টেলিভিশনের পর্দায় রোজ দেখেন দর্শকরা, কী এমন হল তার? চোখে মুখে অসুস্থতার ছাপ, এখন কেমন আছেন অভিনেত্রী?

Advertisment

নাকে তুলো, ব্যান্ডেজ...হাসপাতালের বিছানায় শুয়েও হাসিমুখে কাঞ্চনা। চিন্তিত অভিনেত্রীর অনুরাগীরা। কী হয়েছে আসলে? উদ্বেগ প্রকাশ করলেন তাঁরা। কমেন্ট বক্সেই তাঁরা নানান প্রশ্ন করলেন। অভিনেত্রী শুটিংয়ে ব্যস্ত থাকেন। তাঁর অসুখের কথা কখনও শোনাও যায়নি কানাঘুষো। কিন্তু বেশ কিছুদিন আগেই নাকি চোট পেয়েছিলেন তিনি।

সূত্রের খবর, চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয় তার। অবস্থা বেগতিক বুঝেই অস্ত্রোপচার হয় তার। দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন। বেশ ভুগছিলেনও। সেই কারণেই এই অপারেশন। নিজেই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। লিখলেন, "অপারেশন শেষ"। কিন্তু এখন কেমন আছেন অভিনেত্রী?

পাশে স্বামী রয়েছেন। অভিনেত্রী জানান, এখন একদম সুস্থ আছেন। হাসপাতালেই রয়েছেন। কিছুদিন বিশ্রামের পরেই কাজে ফিরতে চান। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সংসার নিয়ে যেমন ব্যস্ততা, তেমনই অভিনয় করছেন চুটিয়ে। তাই বেশিদিনের বিরতি না, সুস্থ হয়েই ফিরতে চান কাজে।

tollywood Entertainment News
Advertisment