scorecardresearch

‘হট ড্রেস পরে এস…’, কাকার তরফে অশ্লীল প্রস্তাব! থানায় ছুটলেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী

রুপাঞ্জনা এবং তৃণার পর, আবারও এহেন অশ্লীল পরিস্থিতির শিকার সিরিয়ালের অভিনেত্রী!

bengali heroine, bengali tv heroine, tv heroine, tollywood actress
বাংলা সিরিয়ালের অভিনেত্রীকে কুপ্রস্তাব!

কিছুদিন আগেই অভিনেত্রী রুপঞ্জনা মিত্র ঠিক এরকম কিছুরই শিকার হয়েছিলেন। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ছোটপর্দার অভিনেত্রীকে কুপ্রস্তাব! পুলিশের দ্বারস্থ তিনি।

পাতানো কাকার কাছ থেকেই কু প্রস্তাব পেয়েছেন সেই অভিনেত্রী। প্রস্তাবে রাজি না হতেই লাগাতার হুমকি, এমনকি অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার মত হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। সেই জনৈক ব্যক্তির নাম সঞ্জীব ঘোষ। আতঙ্কের বশে সোজা থানায় দৌড়েছেন সেই অভিনেত্রী। ব্যারাকপুরের বাসিন্দা, অভিনেত্রী লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়।

একের পর এক ওয়াটস অ্যাপ নম্বর থেকে লাগাতার অভিনেত্রীকে বিরক্ত করতে থাকেন সেই যুবক। জানিয়েছেন, পেশায় সেই যুবক জিম ট্রেনার। শেষ কিছুদিন ধরেই এহেন গর্হিত কাজ করে চলেছেন। একটি নম্বর ব্লক করার পরেও অন্য নম্বর থেকে অশ্লীল ছবি পাঠিয়ে ক্রমশই বিরক্ত করছিলেন তাঁকে। একসময় সহ্যের চরম সীমায় পৌঁছে যান তিনি। পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু কেন এমন ঘটনা? প্রসঙ্গে অভিনেত্রী বলেন…

আরও পড়ুন [ ‘বেশ্যারাই রানি..’ বনশালির জাদুতে ‘হীরামণ্ডী’র ঝলকে দুর্ধর্ষ রিচা, সোনাক্ষী, মণীষা কৈরালারা ]

“গত কয়েকদিন ধরেই উনি আমায় বিরক্ত করছেন। অশালীন মন্তব্য করছেন। প্রথমের দিকে বিশ্বাস করতে পারিনি। উনি আমায় ছোট থেকে দেখেছেন, কী করে করতে পারেন এমন। পরে একসময় বিরক্ত হয়েই জিজ্ঞেস করি, মজা করছ? তখন তিনি আমায় বলে, অন্যরকমভাবে আমায় পেতে চান। হট ড্রেস পরে দেখা কর”…বাড়িতে জানানোর কথা বললেও সেই ব্যক্তি দমে যায়নি। এরপরেই তিনি অশ্লীল ছবি বানিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।

উল্লেখ্য, অভিযোগ দায়ের করার পরেও সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিনা এই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। তবে, এহেন ঘটনার শিকার হয়েছেন অনেকেই। কিছুদিন আগে রূপাঞ্জনা থেকে তৃণা…থানায় অভিযোগ করেছিলেন তাঁরাও।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Telly actress lives in barrackpore filed complaint against harrasment and cyber crime