'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবির জন্য হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট গেয়েছেন রানাঘাটের 'ভাইরাল রানু'। বুধবার প্রকাশ্যে এসেছে 'তেরি মেরি কাহানি'-র পুরো গান।
হিমেশ রেশমিয়ার ছবিতে প্লে-ব্যাক করার পর থেকেই মানুষের মুখে মুখে রানু মন্ডলের গান 'তেরি মেরি কাহানি'। সোশাল মিডিয়ায় ছেঁয়ে গিয়েছেন তিনি। 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবির জন্য হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট গেয়েছেন রানাঘাটের 'ভাইরাল রানু'। বুধবার প্রকাশ্যে এসেছে 'তেরি মেরি কাহানি'-র পুরো গান।
Advertisment
রানাঘাট স্টেশনের রানুর একটি গানের ভিডিও রাতারাতি নেটপাড়ায় জনপ্রিয় করে তোলে রানুকে। সেই সূত্রেই মুম্বইয়ের একটি রিয়্যালিটি শোয়ে অতিথি হিসাবে ডাক পান, গানও শোনান বিচারকদের। বিচারকের আসনে থাকা হিমেশ মঞ্চেই রানুকে তাঁর ছবিতে প্লে-ব্যাকের অনুরোধ করেন। তারপর থেকেই শিরোনামে রানু মন্ডল।
এই মহিলাই অনায়াসে গেয়ে ফেলেন ‘পন্না কি তমান্না হ্যায় কে হীরা মুঝে মিল যায়ে’ ও ‘ইক প্যায়ার কা নগমা হ্যায়’-র মতো হাজার একটা লতার গাওয়া গান। বয়স হয়ে গেছে, তবুও ভুলে যাননি গানের কথা। তাঁর এই প্রতিভাই আজ তাঁকে স্বপ্ন নগরীতে পৌঁছে দিয়েছে।
এই ছবিতে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া নিজে। গানেও ভিডিয়োতেও রানুর সঙ্গে রেকর্ডিংয়ের দৃশ্য রেখেছেন নির্মাতারা। প্লে-ব্যাকের জন্যই কলকাতা-মুম্বই করতে হচ্ছে রানুকে। ব্যস্ত তারকা হয়ে উঠেছেন তিনি। প্রচুর শোয়ের ডাকও পাচ্ছেন এই 'লতাকণ্ঠী'। সোশাল মিডিয়ার দৌলতেই আজ এই জায়গায় রানু মন্ডল।