Advertisment
Presenting Partner
Desktop GIF

ওপেনিংয়ে ৩ কোটি টাকা পেতে পারে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

রাত পোহালেই মুক্তি পাচ্ছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ওপেনিংয়েই ৩ কোটি টাকা আয় করতে পারে এ ছবি, এমনটাই মনে করছে বি-টাউন।

author-image
IE Bangla Web Desk
New Update
The Accidental Prime Minister, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার

মুক্তির প্রথম দিনই বক্সঅফিসে ৩ কোটি টাকা আয় করতে পারে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।’ ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুক্তির প্রথম দিনই বক্সঅফিসে ৩ কোটি টাকা আয় করতে পারেন মনমোহন সিং! হ্যাঁ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়েই এবার ছবি বানিয়েছে বলিপাড়া। যার নাম ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।’ মনমোহন সিংয়ের বেশে দেখা যাবে অভিনেতা অনুপম খেরকে। এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে এই ছবি। আর ওপেনিংয়েই ৩ কোটি টাকা আয় করতে পারে এ ছবি, এমনটাই মনে করছে বি-টাউন।

Advertisment

‘দ্য অ্যাক্সিডন্টাল প্রাইম মিনিস্টার’-এর বক্সঅফিস আয় প্রসঙ্গে ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর বলেছেন, ‘‘ছবি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের জেরেই এ ছবি ঘিরে দর্শকমনে আগ্রহ তৈরি হয়েছে। তাছাড়া ছবিতে রাজনৈতিক উপাদান রয়েছে, যা অনেকেরই কৌতূহল বাড়াবে। মনমোহন সিংয়ের চরিত্রে অনুপম খেরের অভিনয় নিয়েও আগ্রহ রয়েছে। ফলে ছবি ঘিরে অনেক চর্চা হচ্ছে। আশা করা যায়, প্রথম দিন ৩-৪ কোটি টাকা আয় করবে এ ছবি।’’

আরও পড়ুন, ইউটিউব থেকে উধাও ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার?

অন্যদিকে, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘পেট্টা’। পাশাপাশি এখনও বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে রণবীর সিং-সারা আলি খানের ‘সিম্বা’। ফলে এ সপ্তাহে বক্সঅফিসে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশাপ্রকাশ করছেন ওই ট্রেড অ্যানালিস্ট। ভিকি কুশল অভিনীত ‘উরি’ কিছুটা হলেও অনুপম খেরের ছবির ব্যবসায় থাবা বসাতে পারেন বলে মত তাঁর। যদিও ‘পেট্টা’ ও ‘বিশ্বসম’ ছবির কোনও প্রভাব পড়বে না ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ব্যবসায়, এমনটাই মনে করছেন ওই ট্রেড অ্যানালিস্ট।

অন্যদিকে, ভিকি কুশল বা অনুপম খেরদের ছবি বক্স অফিসে তেমন খেল না দেখাতে পারলে এ সপ্তাহেও রাজার রাজা হবেন রণবীর সিং। কারণ ২০০ কোটি ছোঁয়ার পরও বক্স অফিস মাত করছে‘সিম্বা’। এমনটাই মত গিরিশ জোহরের।

Read the full story in English

bollywood bollywood movie
Advertisment