Advertisment

Saif Ali Khan Case Update: পুলিশ হেফাজতে সইফের হামলাকারী, অভিনেতার গৃহকর্মী থেকে মিস্ত্রি প্রত্যেককে ডেকে জেরা

Saif Ali Khan Case latest: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এক ব্যক্তির ছবি। থানায় ডেকে চলেছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এবার পুলিশি হেফাজতে সন্দেহভাজন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saif latest health update

পুলিশ হেফাজতে সইফের হামলাকারী

Saif Ali Khan Attacked Case Update: বুধবার গভীর রাতে পতৌদি পরিবারে দুষ্কৃতীর অনুপ্রবেশ। ছোট্ট জেহ-কে বাঁচাতে নিজের জীবনের তোয়াক্কা না করে দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তি করেন সইফ। সেই সময়ই অভিনেতাকে ছ' বার ছুরিকাঘাত করে আক্রমণকারী। সংকটজনক অবস্থায় ইব্রাহিম সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করেন। অস্ত্রোপচারের পর এখন ভাল আছেন অভিনেতা।

Advertisment

চিকিৎসকরা জানিয়েছেন, আর একবার যদি ছুরি দিয়ে আঘাত করা হত তাহলে সইফের পঙ্গু হয়ে যাওয়ার সম্ভবনা ছিল। এখন পুরোপুরি বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে দ্রুত গতিতে এগচ্ছে তদন্ত। পুলিশ হেফাজতে নেওয়া হল সইফিনার বাড়ির হামলাকারীকে। 

Advertisment

 সিসিটিভি ফুটেজ দেখে সইফের আক্রমণকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। সেলেব পাপারাৎজ্জিদের শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে, মুখ ঢেকে গাড়িতে তোলা হচ্ছে ওই ব্যক্তিকে। তবে কতদিনের পুলিশি হেফাজতে রাখা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। একইসঙ্গে সেলেব পাপারাৎজ্জিরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। 

যেখানে সইফের উপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। গৃহকর্মী থেকে মিস্ত্রি (Waris Ali Salmani) সকলেই রয়েছে সেই তালিকায়। থানা থেকে বেরতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাঁরা। সইফ আলি খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের ডাকা হয়েছে বলে জানান। সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের মুখোমুখি হয়ে কী বলছেন তাঁরা? দেখুন সেই ভিডিও। 

ইতিমধ্যেই মেয়ে আর দুই নাতিকে দেখতে এসেছেন করিনার মা-বাবা। বার্ধক্যজনিত কারণে ভালভাবে হাঁটতেও পারেন না রণধীর কাপুর। চালকের কাঁধে ভর করেই হাঁটছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। সইফের খোঁজ নিতে করিশ্মার বাড়িতে এসেছেন মালাইকা অরোরার ছেলে আরহান খানও। অমৃতা অরোরাও এসেছেন 'বেস্টি' বেবোর সঙ্গে দেখা করতে। করিনা, করিশ্মা, মালাইকা আর অমৃতার বন্ধুত্বের কথা সকলেই জানে। তাই বন্ধুর বিপদের দিনে তাঁরা পাশে থাকবেন এটাই তো স্বাভাবিক। 

bollywood movie saif ali khan Bollywood News Bollywood Actor Bollywood Couple Bollywood Celeb Home saif ali khan injury saif ali khan Health Updates
Advertisment