/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/agas1.jpg)
অগস্ত্য
অমিতাভের নাতি বলে কথা, ইন্ডাস্ট্রিতে বেগ পেতে তাঁকে বেশি অপেক্ষা করতে হয়নি। দ্যা আর্চিস ছবিতে অগস্ত্য কাজ করেছেন। তবে, এবার বড়পর্দায় সুযোগ...
অগস্ত্য নন্দা, জোয়া আখতারের সঙ্গে কাজ করার পর তিনি, কিন্তু থেমে নেই। নব্য অভিনেতাকে ফের একবার দেখা যাবে কাজ করতে। আর এবার, তিনি এমন একজন মানুষের পরিচালনায় কাজ করতে চলেছেন যার ছবি অনেককিছু দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে।
সূত্রের খবর, অভিনেতা অগস্ত্য নন্দা কাজ করছেন বলিউডের অন্যতম মায়েস্ত্রো পরিচালক, শ্রীরাম রঘবনের সঙ্গে। এর আগে, শাহরুখ কন্যা সুহানা কাজ করেছিলেন বাবার সঙ্গে একটি ছবিতে। শাহরুখ নাকি, মেয়েকে তাঁর পরবর্তী ছবিতে সঙ্গ দিতে চলেছেন। আর এবার, অগস্ত্য।
প্রথম ছবি আর্চিস এর পরেই, তিনি নতুন সুযোগ পেলেন। তাও আবার শ্রীরামের সঙ্গে। ছবির নাম এক্কিস। ছবির শুটিং শুরু হতে চলেছে জানুয়ারি মাসে। যদিও, আর্চিস এর পর, নানা আলোচনা। কেন? বেশিরভাগই তারকা সন্তান। কিন্তু তারপরেও, অভিনয়ে রয়েছে অনেক খামতি। চূড়ান্ত গাফিলতির সঙ্গেই নাকি তাঁরা অভিনয় করেছেন। বেশ কিছু দর্শকরা এমনও বলেছেন, শুধু শাহরুখ এবং শ্রীদেবীর সন্তান বলে মাফ করে দিলাম।