'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে'র ট্রেলার ঘিরে বিতর্ক, পরিচালককে নোটিস কলকাতা পুলিশের

ছবির পরিচালক সনোজ মিশ্রকে হাজিরা দতে বলা হয়েছে থানায়

ছবির পরিচালক সনোজ মিশ্রকে হাজিরা দতে বলা হয়েছে থানায়

author-image
IE Bangla Entertainment Desk
New Update
the diary of west bengal, the diary of west bengal news, the diary of west bengal new film, mamata banerjee, kolkata police, west bengal news

প্রকাশ্যে দ্যা ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেলার

কেরালা স্টোরির বিবাদ শেষও হয় নি, তারমধ্যেই পশ্চিমবঙ্গকে নিয়ে নয়া আলোড়ন? প্রকাশ্যে 'দ্যা ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে'র ট্রেলার। তারপরই কড়া পদক্ষেপ পুলিশের।

Advertisment

ছবি পরিচালনা করছেন সনোজ মিশ্র। ট্রেলার দেখার পরই আইনি নোটিস পাঠানো হয়েছে পরিচালককে। 'দ্যা কাশ্মীর ফাইলসে'র পর 'দ্যা কেরালা স্টোরি', এবার 'দ্যা ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'! শুরুতেই আইনি নোটিস ধরাল পুলিশ।

কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার তরফে এই মামলা রুজু কড়া হয়েছে। পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত হবে, এই কারণ উল্লেখ করেই কি তবে এহেন সিদ্ধান্ত? IPC- ১২০বি/ ১৫৩এ/ ৫০১/৫০৪ -নানা ধারায় মামলা করা হয়েছে। ছবির নির্মাতাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, ট্রেলারে চমক কিছুই নেই। বড় - তারকা সমাগম তো দুরের কথা, খামতি রয়েছে তথ্য এবং গল্পেও।

Advertisment

মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরূপ মন্তব্য! সত্যের নামে মিথ্যাপ্রচার! বিভিন্ন সম্প্রদায় তথা ধর্মকে উল্লেখ করে মানহানীকর, কথাবার্তা বলা হয়েছে! ফলেই পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত যাতে না হয়, সেকারণেই অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে ছবির পরিচালক সনোজ মিশ্রকে হাজিরা দতে বলা হয়েছে থানায়। ছবি নিয়ে বিস্তারিত কথা বলতে চান তাঁরা। উল্লেখ্য, মুম্বই এর ওসিওয়ারা পুলিশ স্টেশনের অফিসারকেও জানানো হয়েছে।

Mamata Banerjee tollywood Entertainment News