Advertisment
Presenting Partner
Desktop GIF

এক 'রবিবার' আড্ডা জমল জয়া-প্রসেনজিতের

নস্টালজিয়ায় গল্প বলবে 'রবিবার'। সাধারণত সপ্তাহান্তের এই দিন অবসরের। কিন্তু সেদিনই কোন এক অতীতের ফেলে আসা রবিবার যদি সামনে আসে? কেমন হবে?   

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

‘রবিবার’ ছবির পোস্টার লঞ্চে জয়া- প্রসেনজিৎ। ফোটো- জয়ার ইনস্টাগ্রাম সৌজন্যে

আগেই জানা গিয়েছিল একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ-জয়া। অতনু ঘোষের পরিচালনায় তাঁরা জুটি বাঁধতে চলেছেন 'রবিবার' ছবিতে। তবে এই প্রথমবার নয়, আগেও জয়া ও প্রসেনজিতের সঙ্গে কাজ করেছেন অতনু ঘোষ। কিন্তু জয়া ও প্রসেনজিত দুজনে একসঙ্গে কোনও ছবিতে এই প্রথম। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুট।

Advertisment

নস্টালজিয়ায় গল্প বলবে 'রবিবার'। সাধারণত সপ্তাহান্তের এই দিন অবসরের। কিন্তু সেদিনই কোন এক অতীতের ফেলে আসা রবিবার যদি সামনে আসে? কেমন হবে? সেই অম্ল মধুর স্মৃতিচারণ রয়েছে পরিচালকের এই ছবিতে। মঙ্গলবার হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ।

আরও পড়ুন, ক্রাইম, হরর ও অ্যাকশনে জমজমাট সেপ্টেম্বর! মাসের ৭টি সেরা ওয়েব সিরিজ

'ময়ূরাক্ষী’ ছবিতে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’-র সঙ্গে কাজ করেছেন পরিচালক। ছবিতে প্রসেনজিতের বাবার ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাবা-ছেলের এই গল্প ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাঙালি ফিচার ছবির সম্মান পেয়েছিল। ‘ময়ূরাক্ষী’র পরে, এই বছরই তৈরি পরিচালকের ছবি ‘বিনিসুতোয়’। কয়েক মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে সেই ছবি আর সেই ছবিতেই জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী জুটির সঙ্গে কাজ করেছেন পরিচালক।

অতনু ঘোষের ছবি নিয়ে বাংলা বিনোদন জগতে বিপুল আগ্রহ কাজ করে। টলিপাড়ায় প্রসেনজিৎকে নিয়ে তাঁর নতুন ছবি সম্পর্কে চলছিল জল্পনা বিস্তর। জয়া আহসানের নাম নিয়ে গুঞ্জন প্রবল হলেও প্রসেনজিতের বিপরীতে জয়াকে নিয়েই কাজ করবেন কি না, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালকও। অবশেষে সামনে এল 'রবিবার'। তবে দর্শক উৎসাহী এই নতুন জুটিকে বড়পর্দায় দেখতে।

prosenjit chatterjee jaya ahashan Bengali Cinema
Advertisment