Advertisment

'গুগলি' নিয়ে আসরে অভিমন্যু

লাল টি-শার্ট, চোখে চশমা, রাগী গম্ভীর মুখের ছেলেটার ছবিতে তো ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়া। ইনিই গুগলি। এঁকে খুঁজে বার করেছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
googly

১ মার্চ মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার

গুগলিকে চেনেন? লাল টি-শার্ট, চোখে চশমা, রাগী গম্ভীর মুখের ছেলেটার ছবিতে তো ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়া। ইনিই গুগলি। এবং এঁকে খুঁজে বার করেছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। সোমবার মুক্তি পেয়েছ 'গুগলি'-র ফার্স্ট লুক তথা পোস্টার। অভিমন্যু বললেন, "অনেক খুঁজে জোগাড় করেছি গুগলিকে। ওর নাম সৌম্যদীপ্ত। আগে দু-তিনটে ধারাবাহিকে কাজ করেছে ও। এটা প্রথম ছবি। ছবিটাকে ফ্যামিলি ইমোশনাল ড্রামা বলতে চাই।"

Advertisment
View this post on Instagram

Coming soon.... #googly

A post shared by Srabanti Chatterjee (@srabanti.smile) on

আরও পড়ুন, ‘গুমনামী’ নিয়ে বিতর্কের জবাব দিলেন সৃজিত মুখোপাধ্যায়

Advertisment

ছবিতে দেখা যাবে সোহম-শ্রাবন্তীকেও। পরিচালকের কথায়, "সোহম -শ্রাবন্তী আগে এরকম কাজ করেনি। ওদের আমরা কমার্শিয়াল ছবিতেই দেখে এসেছি বরাবর, তবে গুগলিকে ঠিক কমার্শিয়াল বলা যায় না।" ছবির চিত্রনাট্য লিখেছেন অভিমন্যু নিজেই। পরিচালক নিজেই এক্কেবারে নিশ্চিত যে মাল্টিপ্লেক্সের দর্শকরাও স্বাদ গ্রহণ করতে পারবেন গুগলির।

আরও পড়ুন, 'উত্তম কুমার ক্যামেরার পেছনে কেমন ছিলেন, বেশি কেউ জানেন না'

এটি পরিচালকের তৃতীয় ছবি। 'গুগলি'-র সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি। আগামী ১ মার্চ মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। সুরিন্দরের প্রযোজনায় 'গুগলি' মুক্তি পেতে পারে মার্চেই।

tollywood Srabanti Chatterjee
Advertisment