scorecardresearch

কাল হল ছবিই! ভয়ঙ্কর দুর্ঘটনায় কেরালা স্টোরির অভিনেত্রী এবং পরিচালক

এখন কেমন আছেন দুজনে?

the kerala story, the kerala story box office, the kerala story day 5 box office, the kerala story box office collection, the kerala story news, the kerala story total collection, the kerala story 50 cr, the kerala story kolkata ban, the kerala story kolkata edition, hall list kerala story, kerala story movie link, দ্যা কেরালা স্টোরি
আহত কেরালা স্টোরির দলবল

ভয়ঙ্কর দুর্বলতার কবলে দ্যা কেরালা স্টোরির পরিচালক এবং অভিনেত্রী আদা শর্মা। করিমনগর যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছেন দুজনে। এখন কেমন আছেন?

সিনেমা বানানোই কি কাল হল? অভিনেত্রীর পোস্টের পর থেকে বিতর্ক। হিন্দু একতা যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। সেখানে যাওয়ার পথেই পরিচালক সুদীপ্ত সেন এবং আদা শর্মা বিপত্তির মুখে। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও বা, পরিচালক নিজেই জানিয়েছিলেন এই প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, শরীর খারাপ হওয়াতে গন্তব্যে পৌঁছতে পারেন নি। লিখেছিলেন…

“আজ করিমনগর যাওয়ার কথা ছিল। এক জনসভায় এই ছবিটা নিয়ে কথা হত। হঠাৎ-ই শুধু শরীর খারাপ হওয়ায় আমারা যেতে পারলাম না। মেয়েদের জন্য ছবিটা বানিয়েছিলাম। পাশে থাকবেন।” এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই। ভাল আছেন তো তাঁরা? সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন। নিজের সুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি বললেন…

 the kerala story, the kerala story box office, the kerala story day 5 box office, the kerala story box office collection, the kerala story news, the kerala story total collection, the kerala story 50 cr, the kerala story kolkata ban, the kerala story kolkata edition, hall list kerala story, kerala story movie link, দ্যা কেরালা স্টোরি, আহত কেরালা স্টোরির অভিনেত্রী, adah sharma, sudipto sen, adah sharma accident, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর

“আমরা ভাল আছি। অনেক মেসেজ পাচ্ছি। জানি, আমাদের খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের গোটা দল ভাল আছে। আমরা সকলেই ভাল আছি। দলের কারওর কোনও অসুবিধা নেই। গুরুতর কিছুই হয়নি। আপনাদের চিন্তার কারণ বুঝতে পারছি”।

উল্লেখ্য, কাশ্মীর ফাইলসের মতই দ্যা কেরালা স্টোরি আলাদা মাত্রা পেয়েছে। বক্স অফিসেও কাঁপিয়ে দিয়েছে এই ছবি। ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। বাস্তবতাকে তুলে ধরে এই ছবি। অভিনেত্রী আদা শর্মা জানিয়েছিলেন, যারা ভাবছেন এটা মিথ্যে, তাঁরা গুগলে খুঁজে দেখলেই জানতে পারবেন সত্যিটা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: The kerala story actress and director was an accident