Advertisment
Presenting Partner
Desktop GIF

বিতর্কেই যেন লক্ষ্মীলাভ, বক্স অফিসে কোটি কোটি কামাচ্ছে সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি'

কলকাতায় এই ছবি ব্যান হওয়ার পর থেকেই যেন মানুষের আগ্রহ আরও বেড়েছে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
the kerala story, the kerala story box office, the kerala story day 5 box office, the kerala story box office collection, the kerala story news, the kerala story total collection, the kerala story 50 cr, the kerala story kolkata ban, the kerala story kolkata edition, hall list kerala story, kerala story movie link, দ্যা কেরালা স্টোরি

কেরালা স্টোরির বিতর্ক

'দ্যা কেরালা স্টোরি', এই ছবি নিয়ে বিতর্ক! এমনকি বাংলার বুকে ব্যান করা হয়েছে এই ছবি। তাতে কিন্তু আরও বেশি করে মানুষ আগ্রহী হয়ে পড়েছেন এই ছবি নিয়ে। তার থেকেও বড় কথা, দেশজুড়ে এই ছবির নজরকাড়া সাফল্য। বক্স অফিস তোলপাড়।

Advertisment

বিরাট স্টারকাস্ট যুক্ত ছবিও কিন্তু এতটা সাফল্য পায় না। ঠিক যতটা করে দেখিয়েছে 'দ্যা কেরালা স্টোরি'। মঙ্গলবার এই ছবির আয় ১১ কোটি। এবং সর্বমোট ৫৬.৭২ কোটি। হিন্দিভাষী রাজ্যগুলির মধ্যেও বেশ জনপ্রিয় হয়েছে এই ছবি। শুরুর দিকে এই ছবির ব্যবসা ভাল না হলেও, তারপর যত দিন এগিয়েছে ততই যেন মানুষের আগ্রহ বেড়েছে। রবিবার সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবি। ১৬.৪০ কোটি রবিবারে আয় করেছে এই ছবি।

'দ্যা কাশ্মীর ফাইলসের' মতোই এই ছবিও বিতর্ক সৃষ্টি করেছে। এই ছবিকে উত্তরপ্রদেশে টাক্স ফ্রি করা হয়েছে, এবং সারা দেশে বিরাট জনপ্রিয়তা পাচ্ছে। উল্টোদিকে, বাংলার বুকে ব্যান করা হয়েছে এই ছবি। তবে, বলাই বাহুল্য, এতে দর্শকদের ছবির প্রতি উন্মাদনা এবং আগ্রহ আরও বেড়েছে। বাংলায় ছবি ব্যান করার একদিন পরেই উত্তর প্রদেশ সরকারের এই বিরাট পদক্ষেপ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবির হল প্রিন্ট। আদা শর্মা অভিনীত এই ছবি ক্রমশই মানুষের আগ্রহের তালিকায় জুড়েছে। তবে পাঁচদিনের মধ্যেই যা কামাল করেছে এই ছবি, বড় বড় সুপারস্টারদের ছবিকে টেক্কা দিয়ে দেবে। অজয় দেবগন অভিনীত 'ভোলা' ৫০ কোটি আয় করতে এক সপ্তাহ লাগিয়েছিল, সেখানে এই ছবি ৫দিনেই কামাল করে দিয়েছে।

bollywood West Bengal Entertainment News
Advertisment