বিতর্ক পিছু ছাড়ছে না কেরালা স্টোরির। সিনেমাটিকে নিয়েব্রজ কিছু না কিছু লেগেই রয়েছে। তাঁর থেকেও বড় কথা, এই ছবির কারণেই আবারও দেশ জুড়ে হইচই। বাংলায় ব্যান করা হয়েছে এই ছবি। ছবির কারণেই থ্রেট পাচ্ছেন পরিচালক থেকে প্রযোজক। ৩২,০০০ জন মেয়েকে ধর্মান্তর করা হয়েছে! ভুল তথ্য? জবাব দিলেন প্রযোজক।
প্রযোজক বিপুল শাহ একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন। ট্রেলারে দেখানো হয় ৩২,০০০ মেয়েকে এহেন জোরাজুরি করা হয়েছে, আবার পরবর্তিতে সেটিকে তিনজনে নামিয়ে আনা হয়। প্রসঙ্গে তিনি বলেন, "এখানে উপস্থিত আছেন ২৭ জন মেয়ে, আর তাঁরা নিজেরা বলেছেন ৭০০০ জনের একটা সংস্থা রয়েছে। সুতরাং ৩ কি ৩০০০, সংখ্যার কোনও অর্থই নেই। এরম অনেক শত-কোটি মেয়েদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। এখানে যেহেতু আমরা তিনজন মেয়েদের গল্প তুলে ধরেছি তাই ৩, কিন্তু অসংখ্য রয়েছে এমন"।
আরও পড়ুন < গলায় ঝুলিয়েছেন দুটো কুমির! উর্বশীর সাজের বহর দেখে রীতিমতো ভয় লাগবে >
প্রসঙ্গত, আদা শর্মা নিজে অভিনয় করেছেন এই ছবিতে।শালিনী উন্নিকৃষ্ণন এর চরিত্রে অভিনেত্রী প্রশংসা পেয়েছেন। তিনিও, বারবার একই কথা জানিয়েছেন, যারা মনে করছেন কেরালা স্টোরি মিথ্যে গল্প তাদের গুগল করে দেখা উচিত। আবার অভিনেত্রী এই নিয়েও সরব হয়েছিলেন, যে প্রযোজক প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমনও বলা হচ্ছে, তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু প্রযোজক, তাঁর নিজের কি মতামত?
তাঁর বক্তব্য, এই ছবি বানানোই শুধু তাদের কাছে শেষ নয়, বরং এই ছবির মাধ্যমে একটা বিরাট বার্তা দেওয়াই ছিল লক্ষ্য। মানুষ একে গ্রহণ করেছেন। এতদিন বেশ ভাল কেটেছে সময়। কিন্তু সামনে এখনও অনেক লড়াই বাকি। অনেক কিছু দেখার বাকি আছে।