রণবীর-আলিয়া তো বটেই, এছাড়াও কারা পেলেন ফিল্মফেয়ারে সেরার শিরোপা?

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে একাধিক পুরস্কার ছিনিয়ে নিয়েছে সঞ্জয় লীলা বনসালির 'পদ্মাবত'। সুলতান আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের দৌলতে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর সিং।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে একাধিক পুরস্কার ছিনিয়ে নিয়েছে সঞ্জয় লীলা বনসালির 'পদ্মাবত'। সুলতান আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের দৌলতে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শনিবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনে অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। সেরা ছবির শিরোপা পেল মেঘনা গুলজারের 'রাজি'। নিখুঁত অভিনয় প্রতিভার প্রকাশ ঘটানোর স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন ছবির মুখ্য অভিনেত্রী আলিয়া ভট। ছবির প্রেক্ষাপট ছিল ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ। ভারতীয় গুপ্তচরের ভুমিকায় দেখা গিয়েছে আলিয়াকে। এছাড়াও সেরা পরিচালক, আবহ সঙ্গীত এবং গানের কথার জন্য 'রাজি'-র ঝুলিতে এসেছে আরও একগুচ্ছ পুরস্কার।

Advertisment

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে একাধিক পুরস্কার ছিনিয়ে নিয়েছে সঞ্জয় লীলা বনসালির 'পদ্মাবত'। সুলতান আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের দৌলতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। একই সঙ্গে 'সঞ্জু' ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯-এর সেরার তালিকা

সেরা ছবি: রাজি

সমালোচক মনোনীত শ্রেষ্ঠ চলচ্চিত্র: অন্ধাধুন

সেরা অভিনেতা: রণবীর কাপুর

সমালোচকের চোখে সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা

Advertisment

সমালোচকের চোখে সেরা অভিনেতা: রণবীর সিং

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট

সমালোচকের চোখে সেরা অভিনেত্রী: নীনা গুপ্তা

সেরা পরিচালক: মেঘনা গুলজার

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: গজরাজ রাও ও ভিকি কৌশল

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: সুরেখা সিক্রি

সেরা সঙ্গীত অ্যালবাম: সঞ্জয় লীলা বনসালির পদ্মাবত

সেরা লিরিক্স: রাজি ছবির 'অ্যায় বতন'

সেরা গায়ক: অরিজিৎ সিং

সেরা গায়িকা: 'পদ্মাবত' ছবির 'ঘুমর' গানের জন্য শ্রেয়া ঘোষাল

মরণোত্তর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে প্রয়াত শ্রীদেবীকে।

Read the full story inEnglish

alia bhatt ranbir kapoor Ranveer Singh