The Revolutionary: প্রকাশ্যে দ্যা রিভলিউশনারির ফার্স্ট লুক, কঠিন ট্রেনিং এর মধ্যে অভিনেতা রোহিত শরফ..

The Revolutionary: নিখিল জানিয়েছেন, সঞ্জীব সান্যালের তুখোর বইয়ের উপর ভিত্তি করে তিনি এই সিরিজকে রূপদান করেছেন তিনি। ভারতের বিপ্লবী এবং তরুণ দেশপ্রেমিকদের গল্পই দেখানো হয়েছে এই সিরিজে..

The Revolutionary: নিখিল জানিয়েছেন, সঞ্জীব সান্যালের তুখোর বইয়ের উপর ভিত্তি করে তিনি এই সিরিজকে রূপদান করেছেন তিনি। ভারতের বিপ্লবী এবং তরুণ দেশপ্রেমিকদের গল্পই দেখানো হয়েছে এই সিরিজে..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rev

নতুন সিরিজ নিয়ে আলোচনা তুঙ্গে...

গতকাল প্রকাশ্যে এসেছে নিখিল আদবানির দা রিভোলিউশনারির প্রথম লুক। অ্যামাজন প্রাইম এর এই ভিডিও সিরিজে দেখা যাবে এক ঝাঁক নতুন ট্যালেন্ট কে। স্বাধীনতা আন্দোলনের ওপর ভিত্তি করে তৈরি করা হবে ওয়েব সিরিজ। দেখানো হবে বাংলার এক অনন্য দিককে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতীয়দের, এক অনন্য লড়াই চিহ্নিত করবে এই সিরিজ। পরিচালক কী জানালেন সেই প্রসঙ্গে?

Advertisment

নিখিল জানিয়েছেন, সঞ্জীব সান্যালের তুখোর বইয়ের উপর ভিত্তি করে তিনি এই সিরিজকে রূপদান করেছেন তিনি। ভারতের বিপ্লবী এবং তরুণ দেশপ্রেমিকদের গল্পই দেখানো হয়েছে এই সিরিজে। কিন্তু এই সিরিজের জন্য রোহিত শরাফকে ভয়ংকর এক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বেশ কিছু অভিনয়ের জন্যই রোহিত এখন ঘরে ঘরে চেনা মুখ। সর্বত্রই তাকে দেখা দিয়েছে। এবং রেভলিউশনারীতেও একদম অন্যরকম অবতারে দেখা যাবে তাঁকে। আগে এরকমভাবে দেখা যায়নি তাঁকে। সিক্স প্যাক অ্যাবস, ছোট্ট গোঁফ - শোনা যাচ্ছে নিজেকে এই চরিত্রে ফুটিয়ে তোলার জন্য নাকি সাংঘাতিক ট্রান্সফরমেশন এর মধ্য দিয়ে গিয়েছেন তিনি।

Advertisment

নিজেকে প্রপার শেপে আনার জন্য তাকে প্রচণ্ড ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে। এবং সে কারণে অভিনেতা নিজের ট্রেনিংয়ের উপর নিবিড় ভাবে ফোকাস করেছিলেন। তিনি স্ট্রেন্থ কন্ডিশনিং করতেন এবং কমব্যাট কোরিওগ্রাফি শিখতেন। এক বিপ্লবীর ভূমিকা অবতীর্ণ হওয়া নেহাতই সহজ কথা নয়। কিন্তু রোহিত সে চরিত্রে নিজের জোরাল দিক তৈরি করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করেছেন। ছোট্ট একটি ঝলকে, তাকে লাঠির লড়াই পর্যন্ত করতে দেখা গিয়েছে। তার চেহারায় যেমন বদল এসেছে তেমন অভিনয় তিনি নিজের প্রাণ দিয়েছেন এই ছবির ক্ষেত্রে।

রোহিত শরফকে, বরুণ ধাওয়ানের আসন্ন ছবি সানি সংস্কারী কি তুলসী কুমারী ছবিতেও দেখা যাবে। এবং এক সময় তিনি জানিয়েছিলেন তিনি বরুণের ভীষণ বড় ভক্ত। অভিনেতা বারবার জানিয়েছিলেন, শুটিং করে থাকতে তিনি ভীষণ পছন্দ করেন কারণ তিনি জানেন যে এখান থেকে বেরিয়ে আসলে, কিছু শিখতে পারবেন তিনি। প্রসঙ্গে এই সিরিজে, রোহিত শরব ছাড়াও দেখা যেতে চলেছে,বাপ্রতিভা রান্তা, ভুবম বাম, গুরফতেহ পীরজাদা এবং জেসন শাহকে।

Entertainment News Entertainment News Today