scorecardresearch

‘রোম্যান্টিক’ ট্রেলার, একফ্রেমে শাহরুখ-সলমন, আমির-অমিতাভ, Yash Raj-এর বাজি!

পঞ্চাশে বিরাট চমক যশ রাজ ফিল্মসের। দেখুন।

Yash Raj Films, Shah Rukh Khan, The Romantics trailer, Salman Khan, Aamir Khan, Amitabh Bachchan, YRF, Netflix docu series, যশ রাজ ফিল্মস, শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, সলমন খান, অমিতাভ বচ্চন, নেটফ্লিক্স, বলিউডের খবর
বলিউডের ৩৫ সুপারস্টারের বাহার! জমজমাট 'দ্য রোম্যান্টিকস' ট্রেলার

পারফেক্ট বলিউড মশালা মুভি মানেই যশ রাজ ঘরানা। প্রেম-রোম্যান্স, রগরগে সংলাপ, অ্যাকশন থেকে মান-অভিমান, লার্জার দ্যন লাইফ লোকেশনে নায়ক-নায়িকার নাচা-গানা, চুম্বন… কী নেই! পঞ্চাশ পেরিয়েও স্বমহিমায় বিরাজ করছে এখনও যশ চোপড়ার প্রযোজনা সংস্থা। মাঝে বক্সঅফিসে যশরাজের গণেশ উল্টালেও এবার ‘গেমচেঞ্জার’ শাহরুখ খানের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে। আর ‘পাঠান’-এর দৌলতে যখন প্রযোজনা সংস্থার ভাঁড়ারে লক্ষ্মী উপচে পড়ছে, ঠিক তখনই নতুন চমক দিল যশরাজ ফিল্মস।

প্রযোজনা সংস্থার ব্যানারে এই প্রথম ভারতের ৩৫জন সুপারস্টারকে দেখা যাবে একসঙ্গে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, আমির খান থেকে শুরু করে অভিষেক বচ্চন, রণবীর সিং, রণবীর কাপুর, মাধুরী, করণ জোহর.. ঝলক মিলল বহু তারকার। ঝলক মিলল প্রয়াত ঋষি কাপুরেরও। এতো বলিউড-প্রেমীদের জন্য একেবারে স্বপ্ন! খোলসা করেই বলা যাক তাহলে।

আসলে ঋষি কাপুর, অনিল কাপুর, অমিতাভ বচ্চন, শ্রীদেবী থেকে শুরু করে শাহরুখ-কাজল, সলমন খান, আমির খান, হালফিলের রণবীর সিং, রণবীর কাপুর বলিউড সুপারস্টাররা একের পর এক সুপারহিট ফিল্ম উপহার দিয়েছেন যশরাজ ফিল্মসের ব্যানারে। পঞ্চাশ পেরিয়ে এবার তাঁরই উদযাপন সিনেম্যাটিকভাবে।

এই তারকার সমাহারের নেপথ্যে আসলে নেটফ্লিক্স-এর নতুন ডকু সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’। যেখানে বলিউড সুপারস্টাররা যশরাজ ঘরানা প্রসঙ্গে কথা বলেছেন। কখনও ভেসে গিয়েছেন অতীতের স্মৃতিতে। আবার কখনও বা আধুনিক বলিউড মশালা ফিল্মের মেকিং নিয়ে আলোচনা করেছেন। আসলে যশ রাজ এবং তাঁর যোগ্য উত্তরসূরী আদিত্য চোপড়ার জার্নি উঠে আসবে এই ডকু সিরিজের হাত ধরে। যার এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন যশ চোপড়ার-ই আরেক ছেলে উদয় চোপড়া। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন স্মৃতি মুন্দ্রা। যিনি ‘দ্য ইন্ডিয়ান ম্যাচ মেকিং’ তৈরি করেছিলেন।

[আরও পড়ুন: ‘শাহরুখ না থাকলে, আমি..’, বলেই হাউ-হাউ করে কাঁদলেন দীপিকা]

আর এই সিরিজের সবথেকে বড় চমক আদিত্য চোপড়ার সাক্ষাৎকার। ২০ বছর পর আবারও ক্যামেরার মুখোমুখি হবেন তিনি। স্ত্রী রানি মুখোপাধ্যায় তো ট্রেলারেই স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। শাহরুখ বন্ধু আদির হয়ে বললেন, “যশজির পাশে সবসময়ে এক ভদ্রলোককে দেখতাম, সে আদিত্য চোপড়া।” করণ জোহরের মন্তব্য, “এত ভারতীয় সিনেমা দেখেছি কিন্তু যশরাজ ব্যানারের ছবি প্রথম আমাকে সিনেমার প্রতি আকৃষ্ট করে।” অভিষেক বচ্চন বললেন, “আমাদের ভারতীয় সিনেমা এখানকার সংস্কৃতিকে তুলে ধরে, বাইরের কাউকে অনুসরণ করে না।” যশরাজ ফিল্মস-এর রোম্যান্টিক, থ্রিলার নিয়ে মুখ খুললেন আমির, সলমনরাও।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: The romantic trailer shah rukh salman aamir amitabh in netflix docu series on yash raj films