Advertisment
Presenting Partner
Desktop GIF

করোনায় গৃহবন্দী, সময় কাটান এই পাঁচটি বলিউড ইনস্টা হ্যান্ডেল দেখে

লিস্টিতে কে নেই, বচ্চন থেকে মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান থেকে দীপিকা রণবীর, ঘরবন্দী সকলেই। আমার, আপনার কর্মব্যস্ত দিনে করোনার জের খানিক ছুটির আভাস এনে দিল বলিউড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রিয়াঙ্কা চোপড়া ও অমিতাভের ইন্টাগ্রাম হ্যান্ডেল সবথেকে ব্যস্ত।

করোনার জের, প্রধানমন্ত্রীর 'জনতা কার্ফু'র আবেদন আর দিন দশকের জন্য একদম 'লকডাউন'। তবে আমার, আপনার মতো এ জীবনযাত্রাতে মানিয়ে নিতে হচ্ছে বলিউড সেলেবদেরও। লিস্টিতে কে নেই, বচ্চন থেকে মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান থেকে দীপিকা রণবীর, ঘরবন্দী সকলেই। আমার, আপনার কর্মব্যস্ত দিনে করোনার জের খানিক ছুটির আভাস এনে দিলেও বলিউডের সেলেবরা কিন্তু বেজায় ব্যস্ত।

Advertisment

কতটা সংক্রামিত হতে পারে করোনা, কেন আইসোলেশন প্রয়োজন, এসব প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও করে ফ্যানেদের জানিয়েছেন কমবেশি সকল অভিনেতারাই। #করোনাস্টপকরোনা-এর একটি ভিডিও জনপ্রিয় সোশাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করে ইতিমধ্যেই ফ্যানেদের মন কেড়েছেন কার্তিক আরিয়ান। তেমনই জনতা কার্ফুতে হাততাই থেকে থালা বাজিয়ে বলিউডি অংশগ্রহণের ভিডিও তো এখন সংবাদমাধ্যমেরও শিরোনামে। এহেন সেলেবরা কিন্তু ঘরবন্দী হয়েও 'ব্যস্ত' কীভাবে? দেখে নিন সেরা ৫ সেলেবদের ইনস্টা সংসার

প্রিয়াঙ্কা চোপরা জোনস

View this post on Instagram

❤️❤️ @nickjonas @ginothegerman #stayathome ????- @cavanaughjames

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

হোলি থেকে ঘোড়া চড়া, প্রিয়াঙ্কার গ্লোবট্রটিং কারুর অজানা নয়। কিন্তু ভয় একটাই সেটা হল করোনা। মারন ভাইরাস থাবা বসিয়েছে মার্কিন মুলুকেও। তাই ক্যালিফোর্নিয়া থেকে স্বামী নিক জোনাসের সঙ্গে ছবি শেয়ার করেছেন আমেরিকাবন্দী পিগি চপস।

অমিতাভ বচ্চন

ব্যস্ততম অভিনেতা। চিরকালের। তাঁর কাছে বয়স হার মানে সবসময়। করোনায় ঘরবন্দী হয়ে কেমন আছেন অমিতাভ? সেই খবর দিচ্ছেন বিগ বি নিজেই। তাঁর নিজের অফিসিয়াল ব্লগে লেখা থাকছে সে সব কথা। তবে ইনস্টাগ্রামে জানালেন তিনি 'সুপারম্যান' হতে চান! কেন? নিজের একটি পুরোন ছবি পোস্ট করে বিগ বি লেখেন, "আমি আশা করছিলাম যে আমি যদি বাস্তবে এমন হতে পারতাম। তাহলে করোনা আটকাতে পারতাম।"

টাইগার এবং জ্যাকি শ্রফ


বাবা-ছেলের ইনস্টাগ্রাম পোস্ট দেখে দুজনের রসায়ন বিচার করতে গেলে আপনি কিন্তু স্ট্রেট ব্যাটে খেলেও গুগলি খেতে পারেন। কারণ, ছেলে টাইগারের ইনস্টা মূলত নাচ, অ্যাকশনে ভরপুর। ফুল অন বিনোদন। আর বাবা জ্যাকি অন্যদিকে 'আপনা ভীরু'। নিজের স্টাইলেই বাজিমাত জ্যাকির। এখনও ফলো না করলে এই বেলা দেখে নিতে পারেন।

আরও পড়ুন, লকডাউনে দর্শকের জন্য সাম্প্রতিক ছবির প্রিমিয়ার হইচইয়ে

ধর্মেন্দ্র

রণবীর-টাইগার-কার্তিকদের জমানায় ইনস্টা মাত ধর্মেন্দ্রর। যুগের সঙ্গে তাল মিলিয়েই ইনস্টা প্রোফাইলের নাম দিয়েছেন 'আপ কা ধরম'। করোনা আবহে ফ্যানেদের জানালেন, "করোনাভাইরাসকে কোনও বন্দুক দিয়ে মারা সম্ভব নয়। ভীড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে সে। আরও দিন ১৫ এভাবে থাকলে সে নিজে থেকেই মরে যাবে। বরং বাড়ি থেকে নিজেদের বদঅভ্যাসগুলিকে দূর করে যোগা এবং ব্যায়ামে মন দেই। মোদীজি যেভাবে বলেছেন তা শুনুন।"

নীতু কাপুর

কে বলে তিনি ব্যস্ত নন। ঋষি কাপুর ঘরণীর ব্যস্তা তুঙ্গে এই করোনা আবহেও। নাতনির সঙ্গে এমনই একটি ভিডিও পোস্ট করেন নীতু কাপুর। এদিকে ঋষি কাপুরও ব্যস্ত তাঁর টুইটার পোস্ট নিয়ে। নীতু জানিয়েছেন, "প্ল্যানেট আর্থঃ মেরামতির জন্য বন্ধ আছে।"

amitabh bachchan priyanka chopra instagram bollywood
Advertisment