ভোট দিচ্ছেন না টলিউডের এই ১০ তারকা!

রবিবার ভোট দিতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারকা পিতা-পুত্র জুটি। কৌশিক সেন ও ঋদ্ধি ভোটের বিষয়ে অনিচ্ছুক।

রবিবার ভোট দিতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারকা পিতা-পুত্র জুটি। কৌশিক সেন ও ঋদ্ধি ভোটের বিষয়ে অনিচ্ছুক।

author-image
IE Bangla Web Desk
New Update
tollywood no vote

ভোট দেবেন না অনেক তারকারাই। ফোটো- সোশাল মিডিয়া

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট রবিবার। এই দফায় ভোট দিচ্ছেন কলকাতা-সহ সংলগ্ন এলাকার নির্বাচকরা। ফলে, টলিপাড়ার অধিকাংশ তারকারাই এদিন আঙুলে কালি লাগিয়ে গণতান্ত্রিক আধিকার প্রয়োগ করবেন। তাই প্রথা মাফিক সকাল থেকেই শহরের তারকাদের দিকে বিশেষ নজর সংবাদ মাধ্যমের। কিছুক্ষণের মধ্যেই সম্ভবত সেলেব ভোটের ছবি ভাইরাল হতে চলেছে সোশালেও। তবে, টলিগঞ্জের বেশ কিছু মুখকে এদিন আবার ভোট দিতে দেখা যাবে না। এঁদের মধ্যে অনেকেই শহরের বাইরে, আবার একটা অংশ অনিচ্ছুক।

Advertisment

উনিশের নির্বাচনে সরাসরি লড়াইয়ের ময়দানে নেমেছেন টলিউডের তিন তারকা প্রর্থী- দেব, নুসরৎ ও মিমি। মিমি জলপাইগুড়ির ভোটার। ফলে, তাঁর ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি দু'জন ভোট দেবেন আজ। শুধু তাঁরাই নন, ভোট দেবেন অনেকেই। তবে ভোটাধিকার প্রয়োগ না করার তালিকাটাও খুব একটা ছোট নয়। এই তালিকায় প্রথম নামটিই হল 'ইন্ডাস্ট্রি' অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাজের জন্য শহরে নেই বুম্বা দা, তাই বিধি বাম। অন্যদিকে, কলকাতার বাইরে (সিঙ্গাপুরে) রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। ফলে প্রাক্তন জুটি এই নির্বাচনে অনুপস্থিত।

আরও পড়ুন, শুটিংয়ে ‘ভূত’! হাড়-হিম করা অভিজ্ঞতা জয়জিতের

Advertisment

ভোট দিতে পারছেন না আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম। বিদেশে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কারণে শহরের বাইরে তাঁরা। ইভিএমের বোতাম থেকে এবার দূরত্ব বজায় রাখবেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। কাজের ব্যস্ততায় শহরে বাইরে থাকবেন তিনি। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে উত্তর মেলেনি। সূত্রের খবর, ভোট দিতে পারবেন না মৈনাক ভৌমিক এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

রবিবার ভোট দিতে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারকা পিতা-পুত্র জুটি। কৌশিক সেন ও ঋদ্ধি ভোটের বিষয়ে অনিচ্ছুক। উল্লেখ্য, এদিন ঋদ্ধির জন্মদিন। বাড়িতে জন্মদিন পালনে মেতে থাকবে সেন পরিবার। অন্যদিকে, কাজের কারণে কলকাতায় নেই প্রসেনজিৎ জায়া অর্পিতা চট্টোপাধ্যায়ও। কলকাতায় ভোট নেই বর্ধমানের মেয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। অতএব, লোকসভা নির্বাচনে আগ্রহ থাকলেও নানা কারণে ভোট দান থেকে বিরত থাকতে হচ্ছে অনেককেই। আবার অনেকে শহরে থেকেও ভোট দিচ্ছেন না। তবে এর বাইরেও বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

prosenjit chatterjee paoli dam Abir Chatterjee rituparna sengupta parambarata chatterjee arpita chatterjee Srabanti Chatterjee General Election 2019