Actor Passed Away: কথায় বলে, একজন অভিনেতাকে চেনা যায় নির্দিষ্ট কিছু চরিত্রের জন্যই। মানুষ চলে যায় কিন্তু তাঁর অভিনয় করা নির্দিষ্ট একটি চরিত্র দর্শকদের মনে গেঁথে যায়। তাই তো, শিল্পীর মৃত্যু হলেও তাঁর সৃষ্টি থেকে যায়। এবং তাঁর মৃত্যুর পর বারবার সেসব চরিত্র নিয়ে কথা ওঠে। ঠিক তেমনই এক অভিনেতার মৃত্যুর খবর শোনা যাচ্ছে। দীর্ঘসময় শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি।
দ্যা ট্রুম্যান শো দিয়েই তাঁর কেরিয়ারের যাত্রা শুরু হয়েছিল। প্রয়াত অভিনেতা জো মিঞ্জারেস। অভিনেতা, যিনি ১৯৯৮ সালের The Truman Show-এ জিম ক্যারির বিপরীতে একজন বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন, পাশাপাশি জনপ্রিয় সিটকম 'Roseanne' এবং মেডিকেল ড্রামা ER-এ তাঁর স্মরণীয় পারফরম্যান্সের জন্যও বিশেষভাবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিছুদিন ধরেই। তবে শেষরক্ষা হল না। অবশেষে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। 'The Daily Show'-এর সহ-নির্মাতা লিজ উইনস্টেড, যিনি প্রয়াত অভিনেতার সঙ্গে একাধিক স্ট্যান্ড-আপ কমেডি ট্যুরে অংশ নিয়েছিলেন, তিনি ফেসবুকে একটি আবেগঘন বার্তায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। উইনস্টেড লিখেছেন, "জো শুধু একজন প্রতিভাবান পারফর্মারই ছিলেন না, তিনি ছিলেন একান্ত বন্ধুও। তাঁর হাস্যরস, মানবিকতা এবং জীবনবোধ সবাইকে স্পর্শ করেছিল। আমরা সবাই তাঁকে মিস করব।"
/indian-express-bangla/media/post_attachments/tenant/amp/entityid/AA1JexKa-337120.img?w=768&h=432&m=6&x=1775&y=328&s=300&d=300)
জো তাঁর স্ত্রী সু-কে ফেলে রেখে গেলেন, পাশাপাশি তাঁদের পাঁচ সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং ছয়জন প্রপৌত্র-পৌত্রী রয়েছে। এক বিশাল ও ভালোবাসায় ভরা পরিবার রেখে বিদায় নিয়েছেন তিনি। জো অভিনয়জীবন শুরু করেন ১৯৮৮ সালে Patti Rocks সিনেমায় একটি ছোট চরিত্রের মাধ্যমে। এরপর তিনি জনপ্রিয় সিটকম Roseanne, পুলিশ ড্রামা NYPD Blue এবং উডি হ্যারেলসন অভিনীত Wilson ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ছোট হলেও তাঁর চরিত্রগুলো সবসময় স্মরণীয় হয়ে থেকেছে, তাঁর স্বাভাবিক অভিনয়শৈলীর জন্য।
অভিনয়ের পাশাপাশি জো ছিলেন একজন সফল উদ্যোক্তাও। তিনি তাঁর স্ত্রী সুকে নিয়ে মিনেসোটায় একটি জনপ্রিয় টেক্স-মেক্স রেস্তোরাঁ 'Pepitos'-শুরু করেন। সেইসঙ্গে তিনি 'Parkway Theater'-সহ টুইন সিটিজে আরও বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিকানা লাভ করেন। জো-র জীবনের এই নানা দিক, তাঁর অভিনয়, ব্যবসা, পরিবার ও সমাজের প্রতি অবদান তাঁকে একজন বহুমাত্রিক ব্যক্তিত্বে পরিণত করেছে।