প্রখ্যাত গায়ক সোনু নিগমের পৈতৃক বাড়ি থেকে চুরি গেল ৭২ লক্ষ টাকা। মুম্বইতেই থাকেন সোনুর বাবা। সেই বাড়িতেই ঘটে গেল মারাত্মক ডাকাতির ঘটনা।
মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির ওশিওয়াড়ার উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ে থাকেন সোনু নিগমের বাবা আগামকুমার নিগম। মার্চের ১৯ কি ২০ তারিখ নাগাদ সেই বাড়ি থেকেই চুরি হল বিপুল পরিমাণ টাকা।
বুধবার সকাল নাগাদ গায়কের বোন নিকিতা পুরো ঘটনাটা জানিয়ে ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, রেহান নামে সোনু নিগমের বাবার এক গাড়িচালক ছিল। ৮ মাস ধরে আগামকুমার নিগমের গাড়ি চালাত সে। তবে কাজ পছন্দ না হওয়ায় সম্প্রতি তাকে বের করে দেওয়া হয়।
রবিবার, ১৯ মার্চ আগামকুমার নিগম ভারসোভায় মেয়ে নিকিতার বাড়ি গিয়েছিলেন মধ্যাহ্নভোজ সারতে। সেখান থেকে বাড়ি ফিরে আসেন কিছুক্ষণ বাদে। সেই সন্ধেতেই মেয়েকে ফোন করে তিনি জানান যে কাঠের আলমারিতে থাকা ডিজিটাল লকার থেকে ৮০ লক্ষ টাকা খোয়া গিয়েছে। পরের দিন ফের সেই ঘচনার পুনরাবৃত্তি!
<আরও পড়ুন: শাকিবের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে! অস্ট্রেলিয়ার ‘কুকীর্তি’ প্রসঙ্গে মুখ খুললেন ছবির পরিচালক>
সোমবার ভিসা সম্পর্কিত কিছু কাজে সেভেন বাংলোতে ছেলের বাড়ি যান আগামকুমার নিগম। সন্ধেয় বাড়ি ফেরেন। ফিরে এসে দেখেন, আরও ৩২ লক্ষ টাকা চুরি হয়েছে। তবে লকারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এরপরই মেয়ে নিকিতাকে ডেকে সিসিটিভি ফুটেজ চেক করেন সোনু নিগমের বাবা। সেই ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই চমকে যান তাঁরা।
দেখেন, চুরির ২ দিনই তাঁদের পুরনো ড্রাইভার রেহান তাঁদের ফ্ল্যাটের দিকে যাচ্ছে বড় ব্যাগ নিয়ে। পুলিশি রিপোর্ট অনুযায়ী, আগামকুমার নিগমের সন্দেহ, ওই রেহানই তাঁর ফ্ল্যাট থেকে ডুপ্লিকেট চাবি দিয়ে ডিজিটাল লক খুলে ৭২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। এরপরই সোনু নিগমের বোন নিকিতা এফআইআর দায়ের করেন তাঁদের পুরনো ড্রাইভারের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪ ও ৪৫৭ ধারায় চুরি এবং অনধিকার প্রবেশের অভিযোগে মামলা দায়ের হয় রেহানের বিরুদ্ধে। ওই গাড়িচালককে ইতিমধ্যেই আটক করেছে মুম্বই পুলিশ।