Films Were hit On 1947: স্বাধীনতার সোনালী বছরে এই ভারতীয় ছবিগুলিই সৃষ্টি করে মাইলস্টোন, দেখে নিন একনজরে..

নানা সময় ভারতের বুকে নানা ধরণের সিনেমা তৈরি হয়েছে। বিশেষ করে দেশপ্রেম নিয়ে ভারতীয় সিনেমার অন্ত নেই। ঠিক সেরকমই, ১৯৪৭ সালে বেশ কয়েকটি ভারতীর ছবি আছে, যা সেই বছর অর্থাৎ স্বাধীনতার সেই সোনালী বছরে দারুণ ব্যবসা করেছিল...

নানা সময় ভারতের বুকে নানা ধরণের সিনেমা তৈরি হয়েছে। বিশেষ করে দেশপ্রেম নিয়ে ভারতীয় সিনেমার অন্ত নেই। ঠিক সেরকমই, ১৯৪৭ সালে বেশ কয়েকটি ভারতীর ছবি আছে, যা সেই বছর অর্থাৎ স্বাধীনতার সেই সোনালী বছরে দারুণ ব্যবসা করেছিল...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dilip

এই ছবিগুলি বিরাট হিট করে ১৯৪৭ সালে...

 আসন্ন স্বাধীনতা দিবস। ভারতীয়দের কাছে এইদিন খুব বিশেষ। প্রতিবছর সারা দেশজুড়ে নানা অনুষ্ঠান পালন করা হয়। এবং খেয়াল করলে দেখা যাবে, এই বিশেষ দিনটিতে অনেকেই নানা ধরণের উদযাপনে মাতেন। সাদা রঙের পোশাকে বেশিরভাগ মানুষকে দেখা যায়। বিশেষ করে সমাজ মাধ্যমের যুগে সেদিন নানা ধরণের পোস্ট দেখতে পাওয়া যায়। তবে, দেশপ্রেমের সঙ্গে গভীর এক যোগ আছে সিনেমার? যেমন...

Advertisment

নানা সময় ভারতের বুকে নানা ধরণের সিনেমা তৈরি হয়েছে। বিশেষ করে দেশপ্রেম নিয়ে ভারতীয় সিনেমার অন্ত নেই। ঠিক সেরকমই, ১৯৪৭ সালে বেশ কয়েকটি ভারতীর ছবি আছে, যা সেই বছর অর্থাৎ স্বাধীনতার সেই সোনালী বছরে দারুণ ব্যবসা করেছিল। জানেন সেগুলি কী কী? ভারতের বুকে বিনোদন প্রেমী মানুষ সবসময় ছিল। এবং, খেয়াল করলে দেখা যাবে, সেবছর যেই ছবি গুলো দারুণ ব্যবসা করে, তাঁর মধ্যে শুধু দেশপ্রেম নিয়ে ছবি ছিল, এমনটা কিন্তু না। তবে? আর কী কী ছিল? মোট ৮টি ছবি দারুণ ব্যবসা করে। তাঁর মধ্যে আইকনিক হয়ে ওঠে এই ৫টা ছবি। একনজরে দেখে নেওয়া যাক?

শেহনাই: দেশ স্বাধীন হওয়ার পরপরই নাকি এই ছবি রিলিজ করে। এবং এই ছবিতে অভিনয় করেছিলেন রেহানা এবং নাসির খান। এবং এই ছবি দারুণ সফল হয়।

Advertisment

দো ভাই: এই ছবিতে অভিনয় করেছিলেন কামিনী কৌশল এবং উল্লাস। এছাড়াও, এই ছবি দারুণ এক বার্তা দিয়েছিল স্বাধীন ভারতের জনগনদের। এই ছবিও নাকি দারুণ সফল হয়।

জুগনু: এই ছবিতে অভিনয় করেছিলেন ভারতীয় ছবির কিংবদন্তি এবং সুপারস্টার দিলীপ কুমার। তাঁর সঙ্গে ছিলেন নুর জাহান। সেই ছবিও ভারতের মানুষদের মনোরঞ্জন করেছিল। সুরজ এবং জুগনুর কলেজ রোম্যান্স নিয়ে তৈরি এই সিনেমা, বেশ মন কাড়ে।

দরদ: এই ছবিতে অভিনয় করেছিলেন, শ্যাম কুমার এবং নুসরত। তথাকথিত গ্রাম এবং শহরের ড্রামা নিয়ে তৈরি এই সিনেমা সেবারের সুপারহিট ছবি।

আনোখা প্যায়ার: এই ছবি আইকনিক হয়ে ওঠে নার্গিস এবং দিলীপ কুমার জুটির জন্য। এই ছবি সমাজকে এমন বার্তা দিয়েছিল, যা নাকি অনেকদিন পর্যন্ত আলোচনায় ছিল।

Entertainment News Entertainment News Today