Netflix Crime Thriller Films: দুর্ধর্ষ সব ক্রাইম থ্রিলার! মালায়ালি এই ৫টি ছবি দেখতে বসলে গায়ে কাঁটা দেবে...

Netflix Crime Thrillers: মালায়ালি সিনেমা দেখতে ভালবাসেন? দারুণ সব ক্রাইম থ্রিলার দেখতে ভালবাসেন? তাহলে Netflix -এ রয়েছে দারুণ সব কনটেন্ট। ঝট করে দেখে নিন...

Netflix Crime Thrillers: মালায়ালি সিনেমা দেখতে ভালবাসেন? দারুণ সব ক্রাইম থ্রিলার দেখতে ভালবাসেন? তাহলে Netflix -এ রয়েছে দারুণ সব কনটেন্ট। ঝট করে দেখে নিন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
crime thriller malayalam

গায়ে কাঁটা দেবে এগুলো দেখলে... Photograph: (ফাইল চিত্র )

মালায়ালি সিনেমা দেখতে ভালবাসেন? দারুণ সব ক্রাইম থ্রিলার দেখতে ভালবাসেন? তাহলে Netflix -এ রয়েছে দারুণ সব কনটেন্ট। আর এর থেকে ভাল সুযোগ হয় না, যে সেই ছবিগুলো ঝটপট দেখে নেওয়া যাবে। 

Advertisment

ইরাত্তাঃ এটি একটি এমন সাইকলজিক্যাল থ্রিলার, যা এক পুলিশ অফিসার এবং তাঁর সহকর্মীর ওপর নির্ভর করে তৈরি। যা ধীরে ধীরে পারিবারিক জটিল জাল এবং গোপন সুত্রের মধ্যে ঢুকে যায়। অভিনয় করেছেন জজু অরজ, তাঁকে ডবল রোলে দেখা গিয়েছে। 

ইরুলঃ এটি এমন এক থ্রিলার যাতে গায়ে কাঁটা দেবে। অর্থাৎ? এমন এক দম্পতিকে কেন্দ্র করে এই ছবি যাদের ঝড়ের রাতে গাড়ি ভেঙে যায়। একটি পরিত্যাক্ত বাড়িকে আশ্রয় করে তাঁরা নতুন রহস্যের উন্মোচন করেন। ফাহাদ ফাসিল, সৌবিন শাহির এবং দর্শনা রাজেন্দ্রন অভিনয় করেছেন। 

নায়াট্টুঃ সাংঘাতিক রাজনৈতিক থ্রিলার এটি। তিনজন পুলিশ অফিসার,রা দুর্নীতিগ্রস্থ ষড়যন্ত্রে মিথ্যেভাবে জড়ানোর পর পালিয়ে যান। তারপর? সেটাই দেখা যাবে এই সিনেমায়। কুনচাকো বোবান, জোজু জর্জ এবং নিমিশা সাজায়ান অভিনয় করেছেন। 

Advertisment

রেখাঃ রেখা এমন এক গলপ্, যেটি এমন এক মেয়ের রোমান্সকে তুলে ধরে যেটি অবিশ্বাস্য। তাঁর প্রেম অন্ধকার মোড় নেয়। ছায়াময় আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে সে। ভিন্সি অ্যালোশিয়াস রয়েছেন এই ছবিতে। 
 
কাপেলাঃ এটি এমন এক গল্প যা অনেকের ভাল লাগবে। একটা ফোন, তারপর সকলের জীবন পাল্টে যায়। গ্রাম থেকে শহরে গিয়েই নাআন অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে তাঁর সঙ্গে। কোনদিকে এই গল্প মোড় নেয় সেটাই দেখার। আন্না বেন, শ্রীনাথ ভাসি এবং রোশন ম্যাথিউ রয়েছেন এই ছবিতে। 

OTT OTT film OTT Platform