Web Series: এই ৫টি রোম্যান্টিক Web Series একবার দেখলে কাছের মানুষকে ফোন করতে বাধ্য হবেন, রাগ গলে যাবে এক নিমেষেই...

romantic web series: বেশিরভাগ পছন্দ করেন ক্রাইম থ্রিলার অথবা অন্যধরণের স্টোরি। তাই বলে কি ভালবাসায় মোড়া গল্পের কোনও দাম নেই, নিশ্চয়ই আছে! এই ৫টি সিরিজ একবার দেখলে...

romantic web series: বেশিরভাগ পছন্দ করেন ক্রাইম থ্রিলার অথবা অন্যধরণের স্টোরি। তাই বলে কি ভালবাসায় মোড়া গল্পের কোনও দাম নেই, নিশ্চয়ই আছে! এই ৫টি সিরিজ একবার দেখলে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
these five romantic web series you can watch and feel love

romantic web series: এই সিরিজগুলো না দেখলে চরম মিস... Photograph: (ফাইল চিত্র )

Romantic Web Series: রুপোলী পর্দার সঙ্গে মানুষের বাস্তবের জীবন একেবারেই মিলে যায়। অনেক সময় এও বলা হয় মানুষের সাধারণ জীবন থেকে অনুপ্রাণিত হয়েও নানা ধরণের কনটেন্ট বানানো হয়। কিন্তু, এমন কয়েকটি সিরিজ আছে যেগুলি এত রোম্যান্টিক যে নয়তো কাছের মানুষের সঙ্গে ফোন করে কথা বলতে ইচ্ছে হবে, নয়তো তাঁদের কথা ভীষণভাবে মনে পড়বে। কিংবা তাঁদের ওপর রাগ করে থাকলে হয়তো নিমেষেই সেই রাগ গলে যেতে পারে।

Advertisment

যদিও বা যারা এখন প্রেমে আছেন কিংবা নেই, বেশিরভাগ পছন্দ করেন ক্রাইম থ্রিলার অথবা অন্যধরণের স্টোরি। তাই বলে কি ভালবাসায় মোড়া গল্পের কোনও দাম নেই, নিশ্চয়ই আছে! এই ৫টি সিরিজ একবার দেখলে কাছের মানুষের থেকে দূরে থাকার আর কোনও ইচ্ছেই থাকবে না। 

মিসম্যাচডঃ ৩টি সিজন হয়ে গিয়েছে এই সিরিজের। ঋষি এবং ডিম্পল - দুজনেই প্রেমের এমন ইন অ্যান্ড আউট বর্ডারের সৃষ্টি করেছেন যে অবাক হতে হয়। কিন্তু এই সিরিজ প্রেমিকদের মনে হিল্লোল খেলিয়ে দিতে বাধ্য। যদিও বিচ্ছেদ এবং বিদ্বেষ দুইই আছে এই সিরিজে, তাও একবার না দেখলে মিস হবেই। 

ইন্দোরি ইশকঃ প্রেমের একটি কঠিন বার্তা যদি কোনও সিরিজ পৌঁছে থাকে, তবে সেটি ইন্দোরি ইশক। কুণাল এবং তারার গল্প এটি। এই সিরিজ দেখাবে, কত তপস্যা এবং অধ্যাবসায় থাকলে প্রেমের নতুন সংজ্ঞা লেখা যায়। 

Advertisment

ব্রোকেন বাট বিউটিফুলঃ বিক্রান্ত মাসে এবং হারলিন শেটি অভিনীত এই সিরিজ আদ্যোপান্ত প্রেমের গল্প। এই সিরিজে রয়েছে প্রেম, হ্যালুশিনেশন সঙ্গে হিংসা। সবমিলিয়ে ৩টি পার্ট রয়েছে এর। গল্পের মুখ্য দুই চরিত্র। বীর এবং সমীরা। স্ত্রীকে হারানোর পর বীর কী করে সমীরার প্রেমে পড়লেন, সেটাই দেখার। 

বান্দিশ ব্যান্ডিটসঃ গান-গল্প এবং প্রেম, সব মিলিয়ে এমন এক সিরিজ এটি যেটি যেমন মনে মোচড় দেবে ঠিক তেমনই প্রেমের নানা শেড দেখাবে। তামান্না এবং রাধে এই দুইয়ের প্রেম একদম আলাদা। কারণ তাঁরা দুই ভীষণ ভিন্ন ধরণের এবং আলাদা পরিবেশের মানুষ। এই সিজির একবার দেখতেই পারেন। 

রুহানিয়তঃ নবনীল চক্রবর্তীর গল্পের ওপর ভিত্তি করে বানানো এই সিরিজ। যেখানে অসমবয়সী প্রেম দেখানো হয়েছে। দুজনের জীবনেই এমন এক অতীত আছে যেটি ভয়ানক। সেটিকে অতিক্রম করে কী করে এই প্রেম টেকে, সেটাই গল্পের বুনট। 

web series bollywood actress Bollywood Actor bollywood