/indian-express-bangla/media/media_files/2025/01/23/GThNKXegMppxn6NGVdp2.jpg)
নিজের নিরাপত্তা দল বদল করেছেন সইফ, কার সঙ্গে জুড়লেন নবাব সাহেব? Photograph: (ফাইল চিত্র )
/indian-express-bangla/media/media_files/2025/01/23/yVtnHr2uM0RXJ2kxozoP.jpg)
টানা ৫ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ আলি খান। লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পুলিশি নিরাপত্তার মধ্যে নিজের বাড়িতে পৌঁছন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/01/23/YqHeQZBnExDupy7Wy51a.jpg)
এদিকে এই ঘটনার পর সইফ আলি খান তাঁর নিরাপত্তা দল বদল করেছেন বলেও জানা গিয়েছে। এখন তার নিরাপত্তার দায়িত্ব থাকবে একজন বিখ্যাত অভিনেতার হাতে।
/indian-express-bangla/media/media_files/2025/01/23/fxpa7NsBjHL97Nu8y6RT.jpg)
আসলে ইনি রণিত রায় ছাড়া আর কেউ নয়, যাঁর নিরাপত্তাই রক্ষা করবে সইফ আলি খানকে। শোনা যাচ্ছে, সইফ আলি খানও এই বিষয়ে একমত।
/indian-express-bangla/media/media_files/2025/01/23/5VLgWYM2GhwhFFZ2YFm5.jpg)
রণিত রায় এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন নামে একটি সংস্থা চালান যেখানে তিনি নিরাপত্তা রক্ষী সরবরাহ করেন। কিন্তু জানেন কি, সাইফ আলি খানের আগেও কিছু তারকাদের উপর মারাত্মক হামলা হয়েছিল। এমনকি, একজনকে গুলি করে হত্যা করা হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/01/23/HkMuaNfKB5doJw3lV1zT.jpg)
রণিত রায়ের একটি ভিডিওও সামনে এসেছে যেখানে তিনি বলছেন, 'আমরা ইতিমধ্যেই এখানে সইফের সাথে আছি। তিনি এখন ভালো আছেন। তবে রণিত রায় বা সইফ আলি খান কেউই নিরাপত্তা দেওয়ার বিষয়ে কিছু বলেননি।
/indian-express-bangla/media/media_files/2025/01/23/h87MC25jOW5D8ZU71Fee.jpg)
রনিত রায় তাঁর সিকিউরিটি এজেন্সি এইস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশনের অধীনে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় তারকাকে নিরাপত্তা দিয়ে থাকেন। এর মধ্যে রয়েছে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহর, ক্যাটরিনা কাইফ ও আমির খানের মতো তারকাদের নাম।