Bollywood Movie: চীনের মাটি কাঁপিয়ে দিয়েছিল এই ছবি, হয়েছিল তোলপাড়, জানেন সেই হিন্দি সিনেমার নাম?

Bollywood Movie: তখনকার দিনে এমন একটি ছবি, যে বিদেশের মাটিতে দেদার সাফল্য পাবে, আশা করাও ছিল ভুল। কিন্তু, এই ছবিটি করে দেখিয়েছিল। ক্রাইম থ্রিলার এই ছবিটি ১৯৭১ সালে ভারতে তো বটেই কিন্তু চিনের মাটিতে রেকর্ড গড়ে ফেলেছিল।

Bollywood Movie: তখনকার দিনে এমন একটি ছবি, যে বিদেশের মাটিতে দেদার সাফল্য পাবে, আশা করাও ছিল ভুল। কিন্তু, এই ছবিটি করে দেখিয়েছিল। ক্রাইম থ্রিলার এই ছবিটি ১৯৭১ সালে ভারতে তো বটেই কিন্তু চিনের মাটিতে রেকর্ড গড়ে ফেলেছিল।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Caravan movie india superhit

এই ছবি দারুণ সফলতা পায়, চিনে রেকর্ড গড়ে...

সুপারহিট ব্লকবাস্টার সিনেমা মানেই বলিউড। বলিউডের নানা ছবি নানা সময় কামাল করেছে। শুধু দেশে বললে ভুল হবে বিদেশের মাটিতে সেই সাফল্য দেখার মত। রেকর্ড করেছে কিছু কিছু বলিউড সিনেমা। তাঁর মধ্যে দঙ্গল থেকে শুরু করে, রয়েছে পাঠানের মত ছবি। কিন্তু, শুধু সাম্প্রতিক সময় না, বরং অতীতেও একটি সিনেমা ছিল যা ভারতবর্ষ এবং বিদেশের বুকে তোলপাড় ফেলে দিয়েছিল। 

Advertisment

তখনকার দিনে এমন একটি ছবি, যে বিদেশের মাটিতে দেদার সাফল্য পাবে, আশা করাও ছিল ভুল। কিন্তু, এই ছবিটি করে দেখিয়েছিল। ক্রাইম থ্রিলার এই ছবিটি ১৯৭১ সালে ভারতে তো বটেই কিন্তু চিনের মাটিতে রেকর্ড গড়ে ফেলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন, জিতেন্দ্র এবং আশা পারেখ। এবং সেই ছবি কত টাকা ব্যবসা করেছিল সেই যুগে জানা আছে? 

তখনকার দিনে এই ছবি আয় করেছিল ৩.৬ কোটি টাকা! এবং এই পরিমাণ অর্থ এখনকার দিনে বক্স অফিস ব্যবসার ক্ষেত্রে বিরাট না হলেও, তখনকার দিনে এই পরিমাণ ব্যবসাকে দারুণ বলে ব্যাখ্যা করা হয়েছিল। এই ছবির নাম ক্যারাভান ( Caravan )। এই ছবির বিখ্যাত সব গানের মধ্যে পিয়া তু, অব তো আজা থেকে চড়তি জওয়ানি মেরি চাল মস্তানি, এবং এই ছবি চিনে যে আলোড়ন ফেলেছিল, সেই গল্প অনেকের অজানা।

ভারতে রিলিজ করার প্রায় ৮ বছর পর এই ছবি রিলিজ করে চিনে। ১৯৭৯ সালে এই ছবি সেখানে রিলিজ পেতেই তোলপাড় ফেলে দেয়। এবং জানা যায় এত মারাত্মক সফলতা পায় এই ছবি, যা তুলনার বাইরে। ভারতের তুলনায় সেখানে জনপ্রিয় হয়ে ওঠে এই ছবি। প্রায় ৮.৮ কোটির টিকিট বিক্রি হয় শুরুতেই। চাহিদা এত বাড়তে থাকে, যে একের পর এক শো দেখানো চলতেই থাকে। এবং প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। যা কল্পনার বাইরে...

Advertisment

একটু খেয়াল করলে দেখা যাবে, বর্তমানে এই টাকার অঙ্ক প্রায় ১৩০০ কোটি টাকার সমান। এবং এই ছবি দঙ্গলের থেকেও বেশি আয় করেছিল। 

bollywood bollywood movie Bollywood News