ঈদে বক্স অফিসে জি‌ৎ বনাম দেব

বিগত দেড় বছরে একের পর ছবি প্রযোজনা করে চলেছেন দেব। জিৎ অবশ্য প্রযোজনায় অনেক আগেই হাত পাকিয়েছেন। কিন্তু এবার ঈদে মুখোমুখি অভিনেতা জিৎ ও দেব।

বিগত দেড় বছরে একের পর ছবি প্রযোজনা করে চলেছেন দেব। জিৎ অবশ্য প্রযোজনায় অনেক আগেই হাত পাকিয়েছেন। কিন্তু এবার ঈদে মুখোমুখি অভিনেতা জিৎ ও দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
dev jeet

ঈদে মুখোমুখি অভিনেতা জিৎ ও দেব

দু'জনেই টলিউডের সুপারস্টার। নামকরা প্রযোজকও বটে। দু'জনেরই বন্ধুত্ব বেশ ভালই, কিন্তু কাজের ক্ষেত্রে 'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী'। বিগত দেড় বছরে একের পর ছবি প্রযোজনা করে চলেছেন দেব। জিৎ অবশ্য প্রযোজনায় অনেক আগেই হাত পাকিয়েছেন। কিন্তু এবার ঈদে মুখোমুখি অভিনেতা জিৎ ও দেব। একই দিনে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণীর ছবি 'কিডন্যাপ' আর জিৎ-কোয়েলের ছবি 'শেষ থেকে শুরু'।

Advertisment

publive-image কিডন্যাপ ছবির পোস্টারে দেব-রুক্মিণী।

সব ঠিক থাকলে ঈদেই মুক্তি পেতে চলেছে দুটি ছবিই। রাজা চন্দের পরিচালনায় 'কিডন্যাপ'-এ অভিনয় করেছেন দেব-রুক্মিণী। সদ্য মুক্তি পেয়েছে ছবির ফার্স্টলুক। এই ছবির গল্প এগোয় দীপ ও মেঘনাকে কেন্দ্র করে। দীপ অর্থাৎ দেব মালয়েশিয়ার ডিজে, আর মেঘনা ওরফে রুক্মিণী পেশায় একজন চিত্রসাংবাদিক। মেঘনা ও দীপের আলাপ হয় একটি পাবে। সেখানে কিছু অসামাজিক কাজকর্মের ছবি তুলে ফেলেন মেঘনা। ফলে অপরাধীদের নজরে পড়ে যান।পরিণতি, কিডন্যাপ হওয়া। কিডন্যাপারের হাত থেকে দীপ কীভাবে বাঁচাবেন মেঘনাকে, এই নিয়েই ছবি।

Advertisment

আরও পড়ুন, ‘বসু পরিবার’ সামলাবেন সৌমিত্র-অপর্ণা


অন্যদিকে, রাজ চক্রবর্তীর পরিচালনায় 'শেষ থেকে শুরু' ছবির প্রধান ভূমিকায় রয়েছেন জিৎ ও কোয়েল। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে লন্ডনে। সম্প্রতি রাজের জন্মদিনও পালন হয়েছে ছবির সেটে। আপাতত অপেক্ষা বক্স অফিসের এই জোরদার টক্করের জন্য। শেষ হাসি কে হাসবেন? দেব, না জিৎ?

Dev Rukmini jeet