Advertisment

OTT Release Films: সিনেমা দেখতে ভালবাসেন? OTT platform এ মাধবণ - অভিষেকের এই ছবিগুলো দেখেছেন?

OTT Release: থ্রিলার থেকে ড্রামা, আপনার কোনটা পছন্দ? এই সপ্তাহে কোন কোন ছবি বা সিরিজ দেখতে পারেন OTT প্ল্যাটফর্মে? দেখুন তো আগে দেখেছেন কিনা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
web platform-films

OTT Films: এই ছবিগুলো দেখেছেন আগে? Photograph: (ফাইল চিত্র )

সিনেমা দেখতে আপনি আগ্রহী হলেও, হলে যেতে পারছেন না? নাকি সময় হয়ে উঠছে না। এই সপ্তাহে কোন কোন ছবি বা সিরিজ দেখতে পারেন OTT প্ল্যাটফর্মে? দেখুন তো আগে দেখেছেন কিনা? হিন্দি থেকে তামিল, কোন কোন সিরিজ আপনার পছন্দের তালিকায় থাকতে পারে? দেখুন একনজরে।

Advertisment

দ্যা স্টোরিটেলার ( The Storyteller ) : hotstar এ দেখা যাবে এই সিরিজ। আসন্ন ২৮ তারিখ থেকে স্ট্রিম হবে এই ছবি। ২০২২ সালের এই ছবি সেলুলয়েড মায়েস্ত্র সত্যজিৎ রায়ের গল্পের ওপর নির্মিত। যেখানে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, আদিল হুসেন এবং অন্যান্য।

আইডেন্টিটি ( Identity ) : Zee5 এ দেখা যাবে, এই সিনেমা। মালায়ালম এই ছবিটি ৩১ তারিখ রিলিজ করছে। সহজ সোজা ভাষায় যারা থ্রিলার দেখতে ভালবাসেন, তাঁরা এই ছবি দেখতে পারেন। পুলিশ এবং সিরিয়াল কিলারের এক জট এবং চক্রব্যূহ বেশ পছন্দ হতে পারে।

পুষ্পা ২ ( Pushpa 2 ) : জানুয়ারি ২৯ থেকে দেখা যাবে এই সিনেমা। পুষ্পা ২ ভারতীয় সিনেমার ইতিহাসে এক ভয়ঙ্কর বক্স অফিস ঝড় তুলেছিল। সেই ছবি যারা এখনও দেখেননি, তাঁদের কাছে এই সুবর্ণ সুযোগ। Netflix এ দেখা যাবে এই ছবি।

Advertisment

আই ওয়ান্ট টু টক ( I want To Talk ) : সুজিত সরকারের পরিচালনায় এই ছবি, অভিষেক বচ্চন অভিনীত এবং একটি সত্য গল্পের ওপর আধারিত। এটি অর্জুন সেনের জীবনের ওপর ভিত্তি করে বানানো একটি ছবি। যারা সিনেমা হলে দেখেননি তাঁরা এই ছবি দেখতে পারেন, Amazon Prime এ।

হিসাব বরাবর ( Hissab Barabar ) : মাধবন অভিনীত এই ছবি, অনেকেই বেশ পছন্দ করেছেন। রাধে মোহন শর্মার ভূমিকায় দেখা যাবে তাঁকে। যিনি তাঁর ব্যাংকের সমস্যায় বড় কান্ড করে বসেন। এই ছবি দেখা যাচ্ছে Zee5 এ।

OTT Platform OTT OTT film
Advertisment