/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/milind.jpg)
বয়স পঞ্চাশের কোঠায় হলেও কী হবে, তারুণ্য যেন ঝরে ঝরে পড়ছে মিলিন্দ সোমানের (Milind Soman)। পর্দায় তাঁকে বিশেষভাবে না দেখা গেলেও নিজের চেহারাকে এক্কেবারে ধরে রেখেছেন। তাই তো তিনি এখনও বলিউডের অন্যতম সেরা স্টাইল আইকন। আজ তাঁর জন্মদিন। আর সেই উপলক্ষেই নিজেকে শুভেচ্ছা জানালেন একেবারে ভিন্ন স্টাইলে। গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌঁড়লেন। আর সেই মুহূর্তকেই ক্যামেরাবন্দি করেছেন অভিনেতার স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। জন্মদিনে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একেবারে যেন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ল।
স্ত্রী অঙ্কিতার সঙ্গে গোয়াতে গিয়ে একেবারে একান্তভাবেই জন্মদিন উদযাপন করলেন মিলিন্দ সোমান। বয়স যে তাঁর কাছে শুধুমাত্র একটা নম্বর, তা আবারও প্রমাণ করে দিলেন অভিনেতা। গোয়ার সমুদ্র সৈকতের সেই নগ্ন ছবি পোস্ট করে মিলিন্দ ক্যাপশনে লিখেছেন, "নিজেকে শুভ জন্মদিন জানাই। বয়স ৫৫, আর দৌড়ে যাচ্ছি।" এই ছবি শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
অনুরাগীদের অনেকেই মিলিন্দ সোমানের সুঠাম চেহারার প্রশংসা করেছেন। তবে কেউ বা নগ্নতাকে ভাল চোখে দেখেননি। নানারকম মিমও তৈরি করেছেন। নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত ডায়েটে তিনি যে এই সুদর্শন চেহারা ধরে রেখেছেন, সেকথা অনেক দিন আগেই জানিয়েছেন। এবার ৫৫-র জন্মদিনে আবারও তার প্রমাণ দিলেন।
Happy birthday to me ????
.
.
.
55 and running ! ???? @5Earthypic.twitter.com/TGoLFQxmui— Milind Usha Soman (@milindrunning) November 4, 2020
Yaaaaaaaaaaaaaaaaaaay!!!!! https://t.co/B0XPJ2HdQN
— Milind Usha Soman (@milindrunning) November 2, 2020