Valentines Day-Shibaprasad Mukherjee: আজকে প্রেমের উৎসব। ভালবাসার এই বিশেষ দিনে উদযাপন না করলেই নয়। যদিও বা প্রেম দেখানোর নতুন করে কিছুই নেই। সেই কারণেই আজ বিশেষ দিনে নিজের ভ্যালেন্টাইনস এর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনেতা পরিচালককে দেখা গেল একদম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টাইলে হেঁটে গেলেন আর তারপর...
বর্তমানে তিনি ব্যস্ত আমার বস সিনেমা নিয়ে। আসন্ন মে মাসে রিলিজ করছে এই ছবি। আর তাঁর আগেই দেখিয়ে দিলেন কে তাঁর ভ্যালেন্টাইন। অভিনেতা সোজা ছুটে গিয়ে তাঁকে দুই গালে চুমুও খেলেন। সেই মানুষটি আর কেউ নন বরং এক অভিনেত্রীই বটে। শিবপ্রসাদের আনন্দ দেখে কে? তাঁর চুমু পেয়ে আপ্লুত অভিনেত্রী নিজেও। উল্টে একগাল চুমু পেয়েই তাঁকে বলতে শোনা গেল, "এক গালে কেন, আরেক গালে দে? ওই গালটা উঁচু হয়ে গেলে কী করবি?"
আর বাধ্য ছেলের মত শিবপ্রসাদ করলেন ঠিক তাই। আর সেই মানুষটি আর কেউ না, বরং অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে 'প্রাক্তন' ছবিতে কাজ করেছিলেন শিবপ্রসাদ। আর এই ভিডিও শেয়ার করেই শিবু লিখেছেন, আমার ভ্যালেন্টাইনস এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। অন্যদিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর স্ত্রী জিনিয়া সেন? তাঁর কী বক্তব্য? এহেন ভ্যালেন্টাইন দেখে তাঁর কী মতামত? জিনিয়া হাসতে হাসতে জানালেন...
"আমার এতে কোনও অসুবিধা নেই। এরকম ভ্যালেন্টাইন যেন ওর থাকে আমি সেটাই চাই। এরা থাকলে আমার আপত্তি নেই। আমি খুব আনন্দিতই থাকব এরা থাকলে।" পরিচালকের স্ত্রী জানিয়ে দিলেন, বাড়িতে তিনিই বস এবং পরিচালক সেটা সানন্দে মেনে নেন। এরপরই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর ভ্যালেন্টাইনস হিসেবে কাউকে বাছতে হয়, তিনি কাকে কাকে বেছে নেবেন? তাঁর কথায়, "রাখী গুলজার, গার্গী রায়চৌধুরী..." কিন্তু একদম এই প্রজন্মের কেউ নয় কেন?
ইন্ডাস্ট্রিতে পরিচালক এবং অভিনেত্রীদের নিয়ে নানা গল্প ছড়ালেও শিবপ্রসাদ মুখোপাধ্যায় হ্যাপিলি ম্যারেড। কিন্তু এই প্রজন্মের কোনও নায়িকাকে কেন তিনি বেছে নেবেন না শিবুর ভ্যালেন্টাইন হিসেবে জানতে চাইলে তিনি সাফ বলেন, "আমাকে তো তাঁকেই বেছে নিতে হবে না, যেখানে আমার কোনও চাপ থাকবে না, যেখানে আমি একদম আনন্দে থাকব।"