পাঁচদিনের শেষেই যেন মাটি কামড়ে পড়ে আছে ঠাগস অফ হিন্দোস্থান। অমিতাভ ব্চ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখের ছবি আয় করেছে ১২৩ কোটি টাকা। ঠাগস অফ হিন্দোস্থান রীতিমতো সংগ্রাম করছে বক্সঅফিসে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন টুইটারে ঠাগস অফ হিন্দোস্থানের বক্সঅফিস প্রেডিকশন দিয়েছিলেন।
তবে মনে হচ্ছে প্রথম তিনদিন ভাল করার পর এই বজ্রনির্ঘোষ নেমে এসেছে ছবির খারাপ রিভিউ থেকেই। পরে মুখে মুখে ছবির প্রচারের জায়গাতেও খামতি হয়েছে, সমালোচনার নিরিখে নেতিবাচক কথাই বলেছেন দর্শক। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সামলোচক শুভ্রা গুপ্তা লিখেছেন, ঠাগস অফ হিন্দোস্থান শোনার পরই মননে আসে ঠগীদের দৌরাত্ম্য ও দেশপ্রমের এক অমোঘ কল্পচিত্র। কারণ ছবির নামটাই তো সেরকম। আর আপনি ছবি তৈরিতে সামান্য গুণমানও বিচার করবেন। শুধুমাত্র অতীতের ছবি, সিনের রেফারেন্স মেলানো নয়, শেষ পর্যন্ত আপনার সংগ্রাম রয়ে যাবে জীর্ণতা আর বিরক্তির সঙ্গে। হ্যাঁ! বিশাল আকারে ঠকতে হবে দর্শকদের।
ছবিতে স্থলে ও জলে তলোয়ার যুদ্ধ রয়েছে। নাটুকে সম্মুখসমর রয়েছে আমির খান ও অমিতাভ বচ্চনের মধ্যে। আমির ও ক্যাটরিনার মধ্যে উষ্ণ কথোপকথন রয়েছে। আর রয়েছে ক্যাটরিনার চিরাচরিত লোভনীয় নাচের দৃশ্য, সঙ্গে হাস্যকর সংলাপ। না এখানে ক্যাটের নাম শীলা নয়। একমাত্র সহ্য করা যাচ্ছে আমির খানকে, যিনি আশেপাশে থাকলে ছবিটা তবুও দেখা যাচ্ছে। বাকিটা ‘আই রোল’ আর ‘আই গ্লেজের’ বিরামহীন সংমিশ্রন।
Read the full story in English