মোশন পোস্টারের পর আসতে চলেছে ঠাগস অফ হিন্দোস্তানের ট্রেলার

Aamir Khan's Thugs of Hindostan first poster, trailer date out: বেশ অনেকদিন ধরেই প্রকাশিত হয়েছে ঠাগস অফ হিন্দোস্তানের চরিত্রদের মোশন পোস্টার। এবার জানানো হল ট্রেলার রিলিজের তারিখ। যুদ্ধের জন্য তৈরি আমির ফতিমারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিগ বির সঙ্গে অভিনয় করতে পারার সুযোগ আমিরের কাছে স্বপ্ন সফল হওয়ার মতো।

Thugs of Hindostan first poster: এতদিন ক্যারেক্টার পোস্টার বেরোচ্ছিল যশ রাজ ফিল্মস প্রযোজিত ঠাগস অফ হিন্দোস্তান ছবির। মঙ্গলবার প্রকাশিত হল ছবির প্রথম পোস্টার। আর তার সঙ্গেই জানিয়ে দেওয়া হল ছবির ট্রেলার লঞ্চের তারিখও। এবারে যুদ্ধের জন্য তৈরি আমির ফতিমারা। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফতিমা সানা শেখ ও আমির খান অভিনীত এই অ্যাডভেঞ্চার ড্রামার ট্রেলার মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। পোস্টার রিলিজের সঙ্গে সঙ্গে এ কথাও টুইট করে জানান দিল যশ রাজ।

Advertisment

ফিলিপ মিড্যোস টেলরের উপন্যাস ‘কনফেশনস অফ আ থাগ’ এবং ‘দ্য কাল্ট অফ দ্য ঠগী’ অবলম্বনেই তৈরি এই ছবির প্লট। ছবিতে আমির খান মুখ্য চরিত্র আমির আলির ভূমিকায় অভিনয় করছেন। দীপাবলীতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এবং নির্মাতারা বলেছেন, এখনও পর্যন্ত বলিউডের অন্যতম বড় রিলিজগুলির একটি হতে চলেছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’। বড় পর্দায় আগে না দেখা সিনেম্যাটিক অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শক, এমনটাই দাবী তাঁদের।

Advertisment

আরও পড়ুন, সিডনি এয়ারপোর্টে বর্ণবিদ্বেষের শিকার শিল্পা শেট্টি

ইতিমধ্যেই আমরা আমির খানকে ফিরাঙ্গি, অমিতাভ বচ্চনকে খুদাবক্স, ফতিমা সানা শেখকে জাফিরা, ক্যাটরিনাকে সুরাইয়া ও লিয়ড জনকে ক্লাইভের চরিত্রে দেখে ফেলেছি তাঁদের চরিত্রের মোশন পোস্টারে। এবারে মুক্তি পাবে 'ঠাগস অফ হিন্দোস্তানের' ট্রেলার। বিজয় কৃষ্ণ আচার্য্য পরিচালিত এই পিরিয়ড ড্রামা মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর।

amitabh bachchan katrina kaif Thugs of Hindostan aamir khan Madras Rockers