Advertisment

'এরকম অ্যাকশান খুব কম হিরোই করতে পারে', শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ টাইগার শ্রফ

শাহরুখ এর অ্যাকশান দৃশ্যে মজে টাইগার

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

শাহরুখ খান - টাইগার শ্রফ

নিজেকে অ্যাকশন হিরোর ভূমিকায় অল্পদিনের মধ্যেই দর্শকদের সামনে মেলে ধরেছেন টাইগার শ্রফ ( Tiger Shroff )। বলিউডে হৃত্বিক রোশনের অন্যতম উত্তরাধিকারী হিসেবেও তাকে বিবেচনা করেন অনেকেই, যেমন ধুয়াধার অ্যাকশন ঠিক তেমনই ফ্লোর কাঁপানো নাচ। এদিকে বাস্তব জীবনে একটু কম কথাই বলেন অভিনেতা, সহজে মুখ খুলতে তাকে দেখা যায় না। তবে এমন বিন্দাস অ্যাকশন, কাদের দেখে অনুপ্রেরণা পান টাইগার? জানালেন নিজেই।

Advertisment

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি, হিরোপন্তী ২। এক সাক্ষাৎকারেই জানালেন নিজের পছন্দের অ্যাকশন হিরোর নাম। একজন নয় বরং তিনজনকেই বেছে নিলেন তিনি। অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan ), অক্ষয় কুমার ( Akshay Kumar ) এবং শাহরুখ খান ( Shah Rukh Khan )। তবে কিং খান-কে নিয়েই তাঁর উচ্ছ্বাস সবথেকে বেশি। শাহরুখ বেশ কিছু ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। আগে নিজেই স্টান্ট করতেন, এখন অবশ্য শারীরিক কারণেই পেরে ওঠেন না। টাইগার বলেন, "শাহরুখ স্যারের মত অ্যাকশন দৃশ্য আমি খুব কম মানুষকে করতে দেখেছি। উনি প্রতিটা দৃশ্যের রিয়াকশন খুব ভাল দেন। কেউ মার খেলেও যে এত ভাল প্রতিক্রিয়া দিতে পারে, সেটা ওঁকে না দেখলে বোঝা যাবে না"।

শুধু তাই নয় সিনেমার নাম ধরেই কিং খানের প্রশংসা করলেন টাইগার। বললেন, "ডর কিংবা বাজিগরের সময় প্রতিটা অ্যাকশান দৃশ্যে উনি যা অভিনয় করেছেন, সত্যিই প্রশংসনীয়। একজন অভিনেতা হিসেবে নিজের দক্ষতা ছাড়াও সম্পূর্ন শারীরিক আকার ভঙ্গিকে দারুণভাবে ব্যবহার করেন তিনি।"

শাহরুখের রোম্যান্স গোটা পৃথিবীতে বিখ্যাত। তবে একজন অনুরাগী হিসেবে যে তার অ্যাকশন দৃশ্যকে বেজায় পছন্দ করেন টাইগার, সেটি বলার অপেক্ষা রাখে না। আপাতত কিং খানের এইট প্যাক এ্যবস দেখার অপেক্ষায় সকলেই। পাঠান ছবিতেও ধামাকাদার অ্যাকশন দৃশ্য দেখা যাবে, এই আশাতেই দিন বুনছেন শাহরুখ অনুরাগীরা।

tiger shroff
Advertisment