Tiger Shroff Recovering From Dengue: ২০২৪ সালটা বেশ ভালই কেটেছে জ্যাকি পুত্র টাইগার শ্রফের। বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ, সিংহম এগেইনে টাইগারের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। গত বছরের শেষের দিকে জানিয়েছেন বাগি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগ নিয়ে আসছেন টাইগার। সিনেমার পোস্টারে দর্শকের মনে উন্মাদনা বাড়িয়েছেন অভিনেতা। এর মাঝেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন টাইগার শ্রফ।
৬ জানুয়ারি সোমবার শার্টলেস ছবি পোস্ট করে টাইগার জানিয়েছেন ডেঙ্গু থেকে সেরে উঠেছেন। এখন আপাতত সুস্থ আছেন অভিনেতা। হালকা নীল রঙের শর্টসের ভিতর হাত রেখে শার্টলেস ছবি পোস্ট করেছেন টাইগার। ক্যাপশনে লিখেছেন, 'ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ওঠার পর একদিন এই ছবিটি তুলেছিলাম'।
ছবিতে টাইগারের অ্যাবস দেখে তো পুরো 'লাট্টু' ভক্তরা। তবে অনুরাগীদের মতে, ডেঙ্গুর পর চেহারা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। তবে টাইগারের লেটেস্ট হেলথ আপডেট পেয়ে সন্তুষ্ট ফ্যানেরা। একজন লিখেছেন, 'আপনি অনেক রোগা হয়ে গিয়েছেন।' অপর এক ভক্তের মন্তব্য, 'ডেঙ্গুর পরবর্তী এফেক্ট'। টাইগারের এক অনুরাগী লেখেন, 'ডেঙ্গুর পরবর্তী এফেক্ট খুব খারাপ।'
টাইগারের সুস্থতা কামনা করে এক ব্যক্তি লিখেছেন, 'নিজের যত্ন নিন।' প্রসঙ্গত, খোলা শার্টের ফাঁকে স্পষ্ট সিক্স প্যাক। রাফ অ্যান্ড টাফ বডি থেকে বইছে রক্ত গঙ্গা। হাতে মদের বোতল আর দুচোখে নৃশংসতা। ঠোঁটের কোণে সিগারেট, দোসর হাতে দৈত্যকার 'বুচার নাইফ'।
চোখের সামনে পড়ে আছে মৃতদেহ। তবুও চোখে মুখে চিন্তার কোনও ছাপ অদৃশ্য। বরং হিংস্রতা যেন ঠিকরে বেরচ্ছে। মারকাটারি অ্যাকশন দৃশ্যে বড় পর্দায় বহুবার হাজির হয়েছেন জ্যাকি পুত্র টাইগার শ্রফ। টাইগার ৪-এ তাঁর এই ভয়ংকর লুকে তাজ্জব দর্শক।
উল্লেখ্য, ২০২৫-এর ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাগি ফ্রাঞ্চাইজির চতুর্থ ভাগ অর্থাৎ বাগি ৪। বাগি ৪-এর পরিচালনার দায়িত্বে রয়েছে এ.হর্ষ। প্রসঙ্গত, ২০১৬-এ মুক্তি পেয়েছিল বাগি। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন টাইগার। প্রথম পর্বের সাফল্যের পর প্রাক্তন প্রেমিকা দিশা পাটানির সঙ্গে টাইগারের অনস্ক্রিন কেমেস্ট্রি ভাল ব্যবসা করেছিল বক্স অফিসে।
তৃতীয় পর্বে ফের টাইগার-শ্রদ্ধা জুটির কামব্যাক। বিশ্বব্যাপি বক্সঅফিসে ৬০০ কোটির ব্যবসা করেছিল টাইগার ৩। পরবর্তী ভাগ দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা তার জন্য প্রায় একটা বছর অপেক্ষা করতে হবে।