scorecardresearch

এই শেষ? ‘টাইগার থ্রির’ পর আর সলমনের সঙ্গে ছবি করবেন না ক্যাটরিনা!

নেটপাড়ায় জোড় গুঞ্জন… ঘটনা কি সত্যি?

salman khan, katrina kaif, salman-katrina, tiger 3
সলমন-ক্যাটরিনা

তিনি নাকি সলমনের প্রাক্তন, যদিও এই বিষয়ে সোজাসুজি কোনওদিন মুখ খোলেন নি দুজনেই। ক্যাটরিনাকে একসময় সলমন ফ্যানেরা বৌদি বলেও ডাকতেন। শুধু তাই নয়, চর্চায় ছিল তাঁদের বিয়েও। কিন্তু উল্টে গেল সবকিছুই, বরং ভিকিকে বিয়ে করে সুখে গৃহিণী ক্যাট। আর তারপরেই সলমনের থেকে আরও দূরত্ব বাড়বে?

সমাজমাধ্যমে রটে গিয়েছে, ‘টাইগার থ্রি’ নাকি শেষ! এরপর সলমনের সঙ্গে আর ছবি করবেন না ক্যাটরিনা! কিন্তু কেন? বর ভিকি কৌশল কি তবে কলকাঠি নাড়ছেন? এক ট্যুইট প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল। ক্যাটরিনার নাকি জানিয়েছেন, সলমনের সঙ্গে আর ছবি নয়। এমনিতেও বিয়ের পর থেকেই ভাইজানের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেছেন তিনি। বিগ বসের সেটে গিয়েও যথেষ্ট দূরত্ব রেখেছিলেন। সেই দৃশ্যও চোখ এড়ায়নি নেটিজেনদের।

কিন্তু ক্যাটরিনার বক্তব্য ঘিরে জোর চর্চা। সলমনের হাত ধরেই বলিউডে ডেবিউ। একসঙ্গে অনেক ছবি করেছেন। অভিনেত্রী নাকি জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনও ছবি একসঙ্গে করবেন না। এবং এও শোনা যাচ্ছে ভিকিই নাকি তাঁকে জুটি বাঁধতে না করেছেন। যদিও এই প্রসঙ্গে দুই তারকা একেবারেই মুখ খোলেন নি। আদৌ এই ঘটনা সত্যি কিনা সেই প্রসঙ্গেও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

উল্লেখ্য, সলমন ছাড়াও অক্ষয় এবং শাহরুখের সঙ্গেও বেশ কয়েকবার জুটি বেঁধেছেন তিনি। ভিকির সঙ্গে যদিও না অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা যায়নি তাঁকে। তবে, সলমনের সঙ্গে কাজ করার প্রসঙ্গেও নিজে কিছুই জানান নি। বরং এখন ‘টাইগার থ্রি’র শুটিংয়ে ব্যস্ত তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tiger three will be the last film of salman katrina