Advertisment
Presenting Partner
Desktop GIF

Tiku Talsania: হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই শারীরিক অবস্থা সংকটজনক, হাসপাতালে টিকু তালসানিয়া

Tiku Talsania Hospitalized: মিডিয়া রিপোর্ট মোতাবেক, হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই শারীরিক অবস্থা সংকটজনক হয় বলে খবর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হাসপাতালে বলিউডের জনপ্রিয় অভিনেতা

হাসপাতালে বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু

Tiku Talsania Health: বছরের শুরু থেকেই যেন একের পর এক খারাপ খবর। ২০২৫-এর গোড়াতেই বিনোদন জগৎ-এ ছন্দপতন। এবার আরও এক খারাপ খবর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, অত্যন্ত সংকটজনক অবস্থায় বলিউডের জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া। একাধিক বলিউড মুভি ও হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ টিকু। আন্দাজ আপনা আপনা, স্পেশ্যাল ২৬, দেবদাস, উত্তরণ সহ একাধিক সিরিয়াল-সিনেমায় কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। টেলি চক্করের রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। 

Advertisment

এরপরই শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেতাকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে আর কোনও আপডেট আপাতত পাওয়া যায়নি। তবে টিকুর অসুস্থতার খবর সামনে আসতেই চিন্তিত অভিনেতার ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করছেন টিকুর অনুরাগীরা। উল্লেখ্য, কমেডি চরিত্রেই টিকু তালসানিয়ার অভিনয় দর্শকের দরবারে বেশি প্রশংসিত। 

২০২৪-এ ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও-তে শেষবার দেখা গিয়েছে টিকু তালসানিয়াকে। ১৯৫৪-এর ৭ জুন জন্মগ্রহণ করেন টিকু। কেরিয়ারের প্রথম দিকে বলিউড মুভিতে কৌতুক শিল্পীর জন্য দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ধীরে ধীরে টেলিভিশনের ধারাবাহিকেও কাজ করেন। এছাড়াও থিয়েটার শিল্পী হিসেবেও কাজ করেছেন টিকু তালসানিয়া। গুজরাতি থিয়েটারে মূলত অভিনয় করতেন টিকু। রাজীব মেহরার 'প্যায়ার কে দো পল' ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন টিকু তালসানিয়া। 

এরপর বেশ কিছু মুভি 'দিল হ্যায় কি মানতা নেহি', 'উমর ৫৫ কি দিল বচপন কা', 'বোল রাধা বোল', 'মিস্টার বেচারা'-তে কমেডি চরিত্রে অভিনয় করেছেন। ১৯৯১-১৯৯৬ পর্যন্ত কমেডি অভিনেতা হিসেবে কাজের মাঝেই ওয়াক্ত হামারা হ্যায়-তে সিরিয়াস চরিত্রেও তাঁর সাবলীল অভিনয় দর্শকের দিল জিতে নিয়েছিল। টিকু তালসানিয়ার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ইশক, জোড়ি নম্বর ১, দেবদাস প্রমুখ। এছাড়াও রয়েছে টেলিভিশনের একাধিক মেগা।

Bollywood Actor bollywood movie
Advertisment