Tiyasha Lepcha: আমার বয়ফ্রেন্ড চাই একদম পুষ্পার মত, যেন আমার দিকে তাকাতেও সবাই ভয় পায়: তিয়াশা লেপচা

Tiyasha Lepcha: যদিও বা তিয়াশা নিজের প্রথম সম্পর্ক ভাঙার পর, নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছেন। তাই যখন আগামীকালের প্ল্যান সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা হল, তিনি হালকা লজ্জা পেয়ে বলেন...

author-image
Anurupa Chakraborty
New Update
tiyasha lepcha-valentines day

tiyasha lepcha-valentines day: আগামীকালের কী প্ল্যানিং তাঁর? Photograph: (Instagram)

 আগামীকাল প্রেমের দিন। বাঙালির কাছে যদিও বা সরস্বতী পুজো বেশি অর্থ রাখে, কিন্তু কালেকের দিনটাও প্রেমের মানুষদের কাছে বেশ আনন্দের। কারণ, অবশ্যই একটা উদযাপনের দিন। অভিনেত্রী তিয়াশা লেপচা তখনো ব্যস্ত ফ্লোরে। কিন্তু শট দেওয়ার মাঝেই তিনি ফোন ধরে নিজের ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশন নিয়ে কী কী বললেন...?

Advertisment

তিয়াশা বর্তমানে ব্যস্ত একটি মেগা ধারাবাহিকের শুটিংয়ে। তাঁকে দেখা যাচ্ছে অভিনেতা শন বন্দোপাধ্যায়ের বিপরীতে। আর, তিয়াশার সঙ্গে টলিপাড়ার আরেক অভিনেতা সোহেলের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। যদিও বা তিয়াশা নিজের প্রথম সম্পর্ক ভাঙার পর, নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছেন। তাই যখন আগামীকালের প্ল্যান সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা হল, তিনি হালকা লজ্জা পেয়ে বলেন...

সেরকম বিশেষ কোনও প্ল্যানিং নেই। কোথাও গিয়ে হয়তো বা ডিনার করব। আমার সেভাবে কোনও প্ল্যানিং নেই। কিন্তু কিছু একটা করব। অন্যদিকে, অভিনেত্রী ছোটবেলার কথা কিছু মনে রেখেছেন? যদিও বা তখন ভ্যালেন্টাইনস ডে নিয়ে এতটা মাতামাতি ছিল না। অনেকে এই দিনের কথা জানতেন না পর্যন্ত। তবে, কোনও ফুল বা চকলেট পেয়েছিলেন কি? তিয়াশার কথায়...

Advertisment

"আমি তো জানতামই না তখন যে ভ্যালেন্টাইনস ডে আসলে কী? আর সত্যি বলতে গেলে, বাড়ির লোক এত স্ট্রিক্ট ছিলেন যে, সেভাবে বেরোনোই হত না। আর ওসব তো দূর অস্ত। কিন্তু, হ্যাঁ! মনে পড়েছে, একবার একজন আমায় একটা চকলেট দিয়েছিল।" কিন্তু, প্রেমিক কেমন চাই, সেটা কিন্তু সোজা ভাষায় বলে দিলেন তিনি। এমন কেউ যে একটু পসেসিভ হবে। তাঁর কথায়, "আমার এমন বয়ফ্রেন্ড পছন্দ, ঠিক যেমন পুষ্পা... ( হাসি )। যেন কেউ আমার দিকে তাকানোর আগে ভয় পায়। যেন এটা ভাবে, ও ওর গার্লফ্রেন্ড থাক বাবা!"

অভিনেত্রীর প্রথম দাম্পত্য ভেঙেছে একথা অনেকেই জানেন। কিন্তু, তাই বলে কি নতুন করে শুরু করা যায় না? টলিপাড়ার বিয়ে সবসময়ই টক অফ দ্যা টাউন। আবার কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? সোজা বলেন, "আবার? থাক না! আসলে বিয়ের পরে সেভাবে তো ভ্যালেন্টাইনস ডে উদযাপন করা যায় না। আগে ওটা করেনি। বাকিটা দেখি পরে।"

tollywood valentines-day Tiyasha lepcha